এমিলিয়ানো মার্টিনেজের নিত্য সঙ্গী বিতর্ক। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজ আবারও আলোচনায় এলেন নেতিবাচক কারণে। আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি।আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে।
এএফএ এক বিবৃতিতে বলেছে, ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি চলতি মাসের শুরুতে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে ঘটনার কারণে মার্টিনেজের নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছে। ফুটবলের অভিভাবক সংস্থা অবশ্য কোন ঘটনার প্রেক্ষিতে শাস্তি দিয়েছে, সেটির উল্লেখ করেনি।
কোপা আমেরিকায় আলবিসেলেস্তেরা চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে রেপ্লিকা ট্রফি নিয়ে উদযাপন করে। এ সময় যৌনাঙ্গের কাছে ধরে রেখে অশ্লীল অঙ্গভঙ্গি করেন বিশ্বজয়ী গোলরক্ষক ।
পরে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলে হেরে যাওয়ার পর স্থানীয় এক ক্যামেরাম্যানকে চড় মারেন। আর্জেন্টিনার ফুটবল সংস্থা বলেছে, তারা ফিফার সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত নয়।
সূচি অনুযায়ী, আগামী অক্টোবরে আকাশী-নীলদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও বলিভিয়া। এস্তাদিও মনুমেন্টাল ডি মাতুরিনে অ্যাওয়ে ম্যাচে ১০ অক্টোবর বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। ঘরের মাঠ এস্তাদিও মাস মনুমেন্টালে ১৬ অক্টোবর ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে মেসিরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :