প্রথম ইনিংসে আস্থার প্রতীক হয়ে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। কানপুর টেস্টের পঞ্চম ও শেষ দিন অবশ্য দায়িত্ব পালনে ব্যর্থ হলেন। বাঁহাতি এই ব্যাটারের বিদায়ে আরো চাপে পড়ল বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩৮ রান। সাদমান ইসলাম ১৫ ও নাজমুল হোসেন শান্ত এক রানে ক্রিজে আছেন। বাংলাদেশের প্রথম ইনিংসে ২৩৩ রানের জবাবে ভারত ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে । ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অতিথিরা দুই উইকেটে ২৬ রান রান তুলে পঞ্চম দিন শুরু করে।
রবিচন্দ্রন অশ্বিনের লেগ স্টাম্পের বাইরের বলে অহেতুক সুইপ শট খেলতে যান ২ রান করা মুমিনুল। লেগ স্লিপে থাকা লোকেশ রাহুল বল তালুবন্দি করেন। টাইগারদের প্রথম ইনিংসে তিনি ১০৭ রানে অপরাজিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :