মেরুদণ্ডের নিচের অংশে চোটের বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নান্দ্রে বার্গার। বাঁহাতি এই পেসারকে নিয়ে বিবৃতিতে এ তথ্য জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রোটিয়াদের দ্বিতীয় ওয়ানডে শুরুর খানিক আগে দেওয়া বিবৃতিতে জানানো হয়, বার্গার তার পিঠের নিচের অংশে অস্বস্তি অনুভব করেছিলেন। পরে স্ক্যান রিপোর্টে তার চোট ধরা পড়ে।
২৯ বর্ষী পেসার দেশে ফিরে ফিয়েপুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। আইরিশদের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে বার্গারের বদলি নেয়া হবে কিনা, এ ব্যাপারে কিছু জানায়নি সিএসএ। বাংলাদেশ সফরে তার স্থলে জায়গায় কাকে স্কোয়াডে ডাকা হবে, তাও বলা হয়নি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি খেলতে দক্ষিণ আফ্রিকা আগামী ১৬ অক্টোবর ঢাকা আসবে। মিরপুরে ২১ অক্টোবর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে ২৯ অক্টোবর মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :