AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশীয় প্রধান কোচ নিয়োগ নিয়ে যা বললেন তামিম


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৪৯ পিএম, ৯ অক্টোবর, ২০২৪
দেশীয় প্রধান কোচ নিয়োগ নিয়ে যা বললেন তামিম

চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ থাকা নিয়ে অনেকেরই রয়েছে আপত্তি। পারফরম্যান্সের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানের জন্য অনেকেই তার বিদায় চাইছেন। তার পরিবর্তে কেউ কেউ দেশের ভেতর থেকেই হেড কোচ নিয়োগ চাইছেন। তামিম ইকবাল অবশ্য দিলেন ভিন্ন মত।

বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। ভারতে অবস্থানকালে দেশটির ক্রীড়া সাময়িকী স্পোর্টস্টারকে দিয়েছেন সাক্ষাৎকার। সেখানে তিনি বাংলাদেশ দলের হেড কোচ প্রসঙ্গে খোলামেলা কথা বলেন।  

তামিম বলেন, ‘আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।’

টাইগার ওপেনার অবশ্য দলে কোচিং স্টাফ নিয়োগে দেশিদের প্রাধান্য দেওয়ার বিষয়ে জোরালো মত দেন। তার ভাষ্য, ‘বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০: ৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচ পদে একজন বিদেশি ও তাঁর সঙ্গে বড়জোর আরও দুজন বিদেশি কোচ থাকতে পারেন। সহকারী কোচ পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি নিয়োগ করা উচিত। তাতে স্থানীয় কোচদের বেড়ে ওঠায় সাহায্য হবে এবং একদিন তাঁরা প্রধান কোচ হতে পারবেন।’

আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে হাথুরুসিংহের চুক্তির মেয়াদ রয়েছে। এরপর নতুন কোচ পেতে পারে টিম টাইগার্স। হাই প্রোফাইল কাউকে না এনে উপযুক্ত কাউকে আনার পরামর্শ দেন তামিম।

‘বাংলাদেশের বড় নামের পেছনে ছোটা বন্ধ করা উচিত। কারণ বিখ্যাত সবাই দলের জন্য ভালো কোচ হয় না। বাংলাদেশ ক্রিকেটের জন্য কারা মানানসই, সেটা তাদের (বিসিবি) খুঁজে বের করতে হবে। সেই ব্যক্তিকে কঠোর পরিশ্রমী হওয়ার পাশাপাশি দলে কিছু যোগ করার সামর্থ্য থাকতে হবে।’

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!