AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিজিওকে বললাম আমি নাটক করছি: পন্ত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৮ পিএম, ১২ অক্টোবর, ২০২৪
ফিজিওকে বললাম আমি নাটক করছি: পন্ত

টিম ইন্ডিয়া এই বছরের জুনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শিরোপা জিতেছে। ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা হয়েছিল, যেটি ভারতীয় দল জিতেছিল। এই ট্রফি জিততেই ভারতীয় দলের দীর্ঘ দিনের আইসিসি ট্রফি না জেতার খরাও কেটে গিয়েছে। পুরো টুর্নামেন্টে সব খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত যে ভাবে ফিরে এসে নিজের সেরাটা পারফর্ম করেছেন তা এক কথায় দুর্দান্ত।

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালেদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সময়ে ঘটে যাওয়া একটি মজার ঘটনার কথা বলেছেন ঋষভ পন্ত। আসলে কীভাবে তিনি চোটের নাটক করে টিম ইন্ডিয়াকে সাহায্য করেছিলেন, সে কথাই বলেছিলেন ঋষভ পন্ত। এবার পন্ত নিজেই এ বিষয়ে আলোকপাত করলেন। আসুন জেনে নেওয়া যাক পন্ত কোন বিষয়টি তুলে ধরেছেন এবং কী বলেছেন?

আমরা আপনাকে বলি যে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ২৪ বলে ২৬ রান দরকার ছিল। সেই সময়ে হঠাৎ করেই ঋষভ পন্ত মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েন। সকলেই চিন্তায় পড়ে যায়। এরপর ঋষভ পন্তের জন্য ম্যাচ বন্ধ রাখতে হয় এবং ফিজিওকেও মাঠে ডাকতে হয়। সেই সময়ে ভারতীয় দলের সঙ্গে অনেকেই ঋষভকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে এখন ঋষভ পন্ত সেই চোট নিয়ে মুখ খুলেছেন।

স্টার স্পোর্টস শোতে, ঋষভ পান্তকে বিশ্বকাপ ফাইনালে জাল চোট নিয়ে একটি প্রশ্ন করা হয়েছিল, যার উত্তরে পান্ত বলেছিলেন, ‘হঠাৎ করেই খেলার আবহাওয়া পাল্টে যায় এবং ম্যাচের গতি পরিবর্তন হতে থাকে। ২-৩ ওভার থেকে প্রচুর রান আসছিল। ফিজিওকে বলছিলাম সময় নিতে। আমাদের সময় নষ্ট করতে হবে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার হাঁটু ঠিক আছে কিনা? আমি বললাম আমি নাটক করছি।’

চোটের নাটক করাটা ছিল ঋষভ পন্তের সুপরিকল্পিত ষড়যন্ত্র। তবে সেই ঘটনার পরই ম্যাচের ছন্দ হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। কারণ তার আগে আফ্রিকান ব্যাটসম্যানরা প্রচুর চার-ছক্কা মারছিলেন। তবে পন্তের এই ষড়যন্ত্রের পরে ছন্দ ফিরে পায় ভারত। শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। পন্তের একটা ষড়যন্ত্র খেলার গতি পাল্টে দিয়েছিল।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!