AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবারও বরিশালে মাহমুদউল্লাহ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৪৮ পিএম, ১৪ অক্টোবর, ২০২৪
এবারও বরিশালে মাহমুদউল্লাহ

বিপিএলের গত আসরে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের সঙ্গে ফরচুন বরিশালে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন আসরের জন্য বাকি দুজনকে রিটেইন করলেও রিয়াদকে আর রিটেইন করেনি বরিশাল। তবে ড্রাফট থেকে শুরুতেই তাকে দলে টেনেছে ফ্র‍্যাঞ্চাইজিটি।

সোমবার বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয় সকাল সাড়ে ১১টায়। রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। সেখানে ‍‍`এ‍‍` ক্যাটাগরি থেকে মাহমুদউল্লাহকে দলে টেনেছে বরিশাল। 

ড্রাফটের আগেই প্রকাশিত মূল্য তালিকা অনুযায়ী সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।  

প্লেয়ার্স ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‍‍`এ‍‍` ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম।  

বিপিএলের এবারের আসরে তিনটি ফ্র‍্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী। রাজশাহী ছাড়া নতুন ফ্র‍্যাঞ্চাইজির মধ্যে আছে ঢাকা ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস। চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএলের আসন্ন আসর।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!