গুঞ্জনই সত্যি হলো। আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রধান কোচের পদ থেকে চান্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ক্যারিবীয় ফিল সিমন্সকে।মঙ্গলবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর চাকরি ঝুলে গিয়েছিল টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হওয়া ফারুক আহমেদ নিজের প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন হাথুরুর বিকল্প কোচ খোঁজার কথা। যদিও পাকিস্তান সিরিজে অবিশ্বাস্য ফল এবং পরপরই ভারতের মাটিতে সিরিজ। সব মিলিয়ে হাথুরু অধ্যায় অনেকটা চাপা পড়ে গিয়েছিল।
তবে ভারতের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজেই ভরাডুবির পর আবারও নড়েচড়ে বসে বিসিবি। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বরখাস্ত হলেন হাথুরুসিংহে।
আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) হঠাৎ করেই সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন ফারুক আহমেদ। জানা গেছে বিসিবি সভাপতি দুপুর সাড়ে তিনটায় মিরপুর শের-ই বাংলার মাঠে কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। সকাল থেকেই গুঞ্জন ছিল হাথুরুর বরখাস্তের বিষয়ে। আকস্মিক সংবাদ সম্মেলনের ঘোষণার পর সেই গুঞ্জন আরও খানিকটা জোর পেয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ধারণা করা হচ্ছে, চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করেই ছাঁটাই করা হবে হাথুরুসিংহেকে।
এমন বিশ্বাসের কারণ এক সপ্তাহ আগের বিসিবির বোর্ড মিটিং। গত ৭ অক্টোবর বিসিবির বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহের প্রসঙ্গও উঠে আসে। সে সময় বিসিবি সভাপতি ফারুক বললেন, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারব না…।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :