নারী সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে সকাল ১০ টায় কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল বাংলাদেশ। ঘণ্টা দেড়েকের মধ্যেই নেপালের কাঠমান্ডুতে পৌঁছান সাবিনারা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দেশ ছাড়ার ঘণ্টাখানেক পর সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। স্কোয়াডে থাকা দুই ফুটবলার নেপালে পৌঁছানোর পর পেয়েছেন কৃতকার্য হওয়ার খবর।
আগেই জানা গিয়েছিল, বিকেএসপি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা জিপিএ ৩.৭৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিপার সঙ্গে জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ডিফেন্ডার আফঈদা খন্দকার।
মঙ্গলবার ২৩ সদস্যের দল সকাল সাড়ে ১০টায় বিমানযোগে ঢাকা ত্যাগ করে। বেলা ১১টার দিকে প্রকাশিত হয় এইচএসসির ফল। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় দুপুর বেলা ১১টা ৪৫ মিনিট) বাঘিনীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হিমালয়ের দেশ নেপালে অবতরণ করে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :