প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের রোমাঞ্চ। নিজেদের পছন্দ মতো দল গোছানোর পর এবার ব্র্যান্ডিংয়ে মনযোগ দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যার অংশ হিসেবে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিকে দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করছে চিটাগাং কিংস।
বিষয়টি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চিটাগাং কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা সামি কাদের চৌধুরী।
বিপিএলের শুরু থেকেই আছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে শহীদ আফ্রিদি খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। কিন্তু ২০১৩ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিএসিবি) নিষেধাজ্ঞার কারণে তাকেও দেখা যায়নি বিপিএলের দ্বিতীয় আসরে।
সব মিলিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একাধিক দলের হয়ে ৩৫ ইনিংস খেলেছেন আফ্রিদি। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ৩৫৭টি বল খেলেছেন তিনি, রান করেছেন মোট ৫৩৯। হাফ-সেঞ্চুরি আছে মাত্র একটি। এছাড়া বিপিএলে মোট ৩৮টি চার ও ৩৮টি ছক্কা মেরেছেন আফ্রিদি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :