২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের খোঁজে আজ পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। যেখানে দাপট দেখিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে সেলেসাওরা।
আগের ম্যাচে জয় পাওয়া ব্রাজিল এই ম্যাচকে নিয়েও ছিল আত্মবিশ্বাসী। আর তাই যেন দেখা মিলল অবিশ্বাস্য এক জয়ের। পেরুকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের হারানো ছন্দে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এরই মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলে নতুন একটা প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে। পেরুর বিপক্ষে আজ যেমন খেলা উপহার দিয়েছে ব্রাজিল, তাতে নিশ্চিতভাবেই সন্তুষ্টি খুঁজে পাবেন দলটির সমর্থকরা।
বুধবার (১৬ অক্টোবর) ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি। ৪-০ গোলের এই ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছেন রাফিনহা। অন্য দুই গোল এসেছে আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিকের পা থেকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :