AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৪৬ পিএম, ১৬ অক্টোবর, ২০২৪
এবার এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নতুন এক বিতর্কের মুখে ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের এক নৈশক্লাবে এক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যা প্রকাশ করেছে বেশ কিছু সুইডিশ গণমাধ্যম।এরই মধ্যে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গুরুতর এই অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এমবাপ্পে। পিএসজি‍‍`র সঙ্গে মিলে সুইডিশ ঐ পত্রিকা ষড়যন্ত্র করছে বলে দাবি তার।

প্রতিদিনই কোনো না কোনো ঘটনায় খবরের শিরোনামে আসেন কিলিয়ান এমবাপ্পে। সমালোচনা যেনো পিছুই ছাড়ছে না ফ্রেঞ্চ তারকার। রিয়াল মাদ্রিদের হয়ে লিগের ম্যাচে চোটে পড়েন এমবাপ্পে। ইনজুরি থেকে ফিরে ক্লাবে যোগ দিলেও জাতীয় দলে তাকে রাখেননি কোচ দিদিয়ের দেশম।

চোটের কারণেই এমবাপ্পেকে নেশন্স লিগের স্কোয়াডে রাখা হয়নি বলে মন্তব্য করেন দেশম। যা নিয়ে তুমুল সমালোচিত হন এই ফরাসি তারকা। সেই সমালোচনার অবসান হতে না হতে আরো বড় বিতর্কের মুখে এমবাপ্পে।

সম্প্রতি ধর্ষণের মতো ঘোরতর অভিযোগ উঠেছে রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে। সুইডেনের গণমাধ্যমে উঠে এসেছে এমন খবর। দেশটির স্টকহোমে এই ঘটনা ঘটেছে বলে দাবি গণমাধ্যমের।

ফ্রান্স দল যখন নেশন্স লিগের ম্যাচ খেলতে ব্যস্ত, তখন এমবাপ্পেকে দেখা যায় সুইডেনের এক নৈশক্লাবে। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। এমন খবর প্রকাশ করেছে দেশটির বেশকিছু গণমাধ্যম।

এই অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। সুইডেন পুলিশ জানিয়েছে, এমবাপ্পেকে নিয়ে সন্দেহের মাত্রাটা খুব বেশি নয়। তদন্ত চলমান আছে, এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়ার মতো কিছু পাওয়া যায়নি।

তবে যেহেতু এ ধরনের বিতর্কিত অভিযোগ উঠে এসেছে তাই পুরোপুরি অনুসন্ধান শেষেই মতামত দিতে চান তারা। এদিকে এমন অভিযোগে যখন তোলপাড় চারিদিক তখন নিজের অবস্থান পরিস্কার করেছেন খোদ রিয়াল তারকা এমবাপ্পে।

সংবাদমাধ্যম এএফপিকে তার এজেন্ট জানিয়েছে, এমন খবরের কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেছেন এমবাপ্পে। সেখানে তিনি উল্লেখ করেন, সুইডিশ ঐ গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা আছে পিএসজির। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

পিএসজির কাছে ৫৫ মিলিয়ন ইউরো বেতন বকেয়া থাকায় ক্লাবের বিরুদ্ধে মামলা করেন এই ফরাসি ফরোয়ার্ড। আর ধর্ষণের বিষয়টিও নাকি ঐ মামলার সঙ্গে সম্পৃক্ত। এমন ধারণাই করছেন এমবাপ্পে। এক্স-এর এক পোস্টে বিষয়গুলো স্পষ্ট করেন তিনি। অভিযোগটি একেবারেই অসত্য বলে দাবি ২৫ বছর বয়সী এই ফুটবলারের। 
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!