AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১৮ পিএম, ২০ অক্টোবর, ২০২৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। যেই জিতুক প্রথমবার হবে বিশ্বচ্যাম্পিয়ন। ছেলেরা না পারলেও, প্রোটিয়া নারীরা ঘোচাতে চায় চোকার্স অপবাদ। অন্যদিকে ১৪ বছর পর ফাইনালে উঠে শিরোপা জিততে মরিয়া হোয়াইট ফার্নস। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

ব‌্যতিক্রমী এক বিশ্বকাপ। সা‌বেক তিন চ‌্যা‌ম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল‌্যান্ড ও ও‌য়ে‌স্ট ইন্ডিজের কেউই উঠ‌তে পা‌রে‌নি ফাইনা‌লে। ভারত পা‌কিস্তানও অগ‌ণিত দর্শক‌কে হতাশ ক‌রে‌ছে। নতুন দি‌নের গল্প জানান দি‌তেই হয়ত আইক‌নিক ফিউচার মিউ‌জিয়া‌মের সাম‌নে ফ‌টো‌সেশন ক‌রে‌ছেন দু’অধিনায়ক।

প্রতি‌শো‌ধের বিশ্বকাপ বল‌লেও ভুল হ‌বেনা। ট্রফিটা নিজস্ব সম্প‌ত্তি বা‌নি‌য়ে ফেলা অজি নারী‌দের হা‌রি‌য়ে ফাইনা‌লে দ‌ক্ষিণ আফ্রিকা। গেল আস‌রের ফাইনা‌লে ঘ‌রের মা‌ঠে হে‌রে‌ছিল এলিসা পে‌রি‌দের কা‌ছে। নিউজিল‌্যান্ডও ২০১৬ আস‌রে সে‌মি‌ থে‌কে বিদায়ের প্রতি‌শোধ নি‌য়ে‌ছে উইন্ডিজ‌কে হা‌রি‌য়ে।

যে দলই জিতুক নতুন চ‌্যা‌ম্পিয়ন পা‌বে নারী টি টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ। দ‌ক্ষিণ আফ্রিকার সাম‌নে ইতিহাস গড়ার হাতছা‌নি, ছে‌লেরাও যা পা‌রে‌নি। প্রথমবার বিশ্বকাপ জি‌তে চোকার্স তকমা ঘোচা‌তে চায় প্রো‌টিয়া নারীরা।

দক্ষিণ আফ্রিকা ব‌্যাটার ক্লো ট্রাইয়ন বলেন, আগেরবার ঘরের মাঠে খেলা ছিল, অনেক সমর্থক ছিল। দারুণ সুযোগ মিস করেছিলাম। আবারো ফাইনাল খেলা আমাদের লক্ষ্যের কথা জানান দেয়। সবাই জয়ের জন্য মুখিয়ে আছে।

নিউজিল‌্যান্ড তবু ওয়ান‌ডে বিশ্বকাপ জি‌তে‌ছিল একবার। টি টো‌য়ে‌ন্টি‌তে প্রথম দু’আস‌রে ফাইনাল খে‌লেও শি‌রোপা ঘ‌রে তুল‌তে পা‌রে‌নি। ১৪ বছর পর ফাইনা‌ল উঠে‌ছে এবার। পার‌বে ‌তো আক্ষেপ ঘোচা‌তে?

নিউজিল্যান্ড অলরাউন্ডার সুজি বেটস বলেন, গেল কয়েক আসর খুবই হতাশাজনক ছিল। আমরা অনেকদিন যারা একসঙ্গে খেলছি, তাদের সামনে সেরা সুযোগ। প্রত্যাশা করি ফাইনাল আমাদের পক্ষে কথা বলবে।

ব‌্যাট হা‌তে দাপট দে‌খা‌চ্ছে দ‌ক্ষিণ আফ্রিকা। স‌র্বোচ্চ ১৯০ রান অধিনায়ক লরা উলভা‌র্টের। ১৭০ রান নি‌য়ে দ্বিতীয় তাজ‌মিন ব্রিটস। বল হা‌তে ১০ উই‌কেট নি‌য়ে সেরা নিউজিল‌্যা‌ন্ডের অ‌্যা‌মে‌লিয়া কের। প‌রিসংখ‌্যা‌ন অবশ‌্য এগিয়ে রাখ‌ছে নিউজিল্যান্ডকে। তা‌দের ১১ জ‌য়ের বিপরী‌তে আফ্রিকার মাত্র চার।

একুশে সংবাদ/ এস কে

 

 

Link copied!