দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
এবারের বাংলাদেশ সফরে আসা দক্ষিণ আফ্রিকা দল তুলনামূলক অনভিজ্ঞ। ফলে জয় দিয়ে সিরিজ শুরুর ব্যপারে আত্মবিশ্বাসী টাইগাররা। টেম্বা বাভুমা ছাড়া বর্তমান দক্ষিণ আফ্রিকা দলের কোন খেলোয়াড়ের বাংলাদেশের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।
আবার বাংলাদেশ সফরে দলের সঙ্গে থাকলেও ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন এইডেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পর্যন্ত ১৪টি টেস্টে মুখোমুখি হলেও কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ১২টিতে হার এবং দু’টি টেস্ট ম্যাচ ড্র করেছে টাইগাররা। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে সফরে খেলা দু’টি টেস্টই ড্র করেছিলো প্রোটিয়ারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :