বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে খেলতে পারেননি কেন উইলিয়ামসন। অভিজ্ঞ এই ব্যাটারকে ছাড়াই ম্যাচটিতে জয় পায় নিউজিল্যান্ড।সিরিজের দ্বিতীয় টেস্টেও তাকে ছাড়াই সফরকারীদের মাঠে নামতে হবে।কুঁচকির চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় এই ক্রিকেটার খেলবেন না।
গত সেপ্টেম্বরে শ্রীলংকা সফরের সময় চোট পাওয়া ব্ল্যাক ক্যাপস অধিনায়ক স্কোয়াডের সঙ্গে ভারতে যাননি। পুনর্বাসন চালিয়ে যাওয়ার জন্য দেশেই থাকবেন। তার অনুপস্থিতিতে উইল ইয়াং টেস্টে ৩ নম্বরে নেমে বেঙ্গালুরুতে অপরাজিত ৩৩ ও ৪৮ রান করেন।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘আমরা কেনকে পর্যবেক্ষণ করছি। সে ঠিক পথেই রয়েছে, কিন্তু এখনো শতভাগ ফিট নয়। আমরা আগামী দিনে তার আরো উন্নতি দেখতে। তাকে তৃতীয় টেস্টের জন্য পেতে আশাবাদী। নিজেকে প্রস্তুত করার জন্য আমরা তাকে যতটা সম্ভব সময় দেবো। তবে অবশ্যই সতর্ক দৃষ্টি অব্যাহত রাখব।’
প্রথম টেস্ট ৮ উইকেটে জিতে তিন টেস্টের সিরিজে নিউজিল্যান্ড ১-০ তে এগিয়ে। পুনেতে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :