মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম দিনের শেষ সময়ে পর পর উইকেট হারিয়ে দিন শেষ করলেও, দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত ভাবে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে লিড নিচ্ছে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪ ওভারে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৮৮ রান। কাইলে ভেরাইনের ৫৪ রান এবং উইয়ান মুল্ডারের ২৯ রানের ব্যাট করছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন কাইলে ভেরাইনে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন উইয়ান মুল্ডার।
এর আগে কাইলে ভেরাইনের ১৮ রান এবং উইয়ান মুল্ডারের ১৭ রানে ভর করে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :