AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয়ের ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:৫৭ পিএম, ২২ অক্টোবর, ২০২৪
জয়ের ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েছেন জয় ও শান্ত। তাদের ব্যাটে দলীয় অর্ধশতকে পৌঁছেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ৫৫ রান। নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা ১০৬ ও দক্ষিণ আফ্রিকা ৩০৮ রান করেছে। ইনিংস হার এড়াতে স্বাগতিকদের প্রয়োজন আরো ১৪৯ রান।

২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। যেখানে শুরুতেই জোড়া ধাক্কা খায় স্বাগতিকরা। ওপেনার সাদমান ইসলাম ১ রান করলেও খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন মুমিনুল হক। একই ওভারে দুজনকেই ফেরান কাগিসো রাবাদা।

শুরুতেই দুই উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। এ অবস্থায় দলের হাল ধরেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। ধীরে ধীরে দলকে এগিয়ে নিচ্ছেন তারা। বর্তমানে জয় ২৪ ও শান্ত ২২ রানে ব্যাট করছেন।

এর আগে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে কাইলে ভেরাইনের ১৮ রান এবং উইয়ান মুল্ডারের ১৭ রানে ভর করে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।


একুশে সংবাদ/ এস কে

Link copied!