AB Bank
ঢাকা শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভিনিসিয়ুসের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণায় ৪ জন গ্রেফতার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৫ পিএম, ২৫ অক্টোবর, ২০২৪
ভিনিসিয়ুসের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণায় ৪ জন গ্রেফতার

তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র প্রায়ই বর্ণবাদের শিকার হন। এবার তার বিরুদ্ধে অনলাইনে ঘৃণামূলক প্রচারণার দায়ে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। মাদ্রিদ ডার্বিতে গত ২৯ সেপ্টেম্বর ১-১ গোলে ড্রয়ের ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের এই ফুটবলারকে নিয়ে ঘৃণামূলক প্রচারণায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের আবেদন জানিয়ে তিনটি অভিযোগ দায়ের করেছিল লা লিগা কর্তৃপক্ষ। ওই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুসকে নিয়ে নেতিবাচক প্রচারণা ছড়িয়ে পড়ে।

এ নিয়ে তদন্ত শুরুর পর তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সমর্থকদের মুখোশ পরে যেতে বলা হয়েছিল যেন কেউ চিহ্নিত করতে না পারে। তবে বিবৃতিতে ভিনিসিয়ুসের নাম উল্লেখ করা হয়নি।

স্পেনের পুলিশ ইএসপিএনকে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভক্তদের ওয়ান্ডা মেট্রোপলিটানোয় গিয়ে অপমানসূচক ও বর্ণবাদী মন্তব্য করতে প্ররোচিত করেছিলেন। তাদের লক্ষ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।

ব্রাজিলিয়ান ফুটবলার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ, সবখানেই আধিপত্য বিস্তার করছে রিয়াল। গুঞ্জন রয়েছে, এবারের ব্যালন ডি’অর তার হাতেই উঠতে যাচ্ছে।  

একুশে সংবাদ/ এস কে

Link copied!