AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিয়ালের জালে বার্সার ৪ গোল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৯ এএম, ২৭ অক্টোবর, ২০২৪
রিয়ালের জালে বার্সার ৪ গোল

সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সার কাছে এক হালি গোল খেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।শনিবার (২৬ অক্টোবর) স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। বার্সার হয়ে স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি জোড়া গোল করেন এবং বাকি দুটি গোল আসে লামিন ইয়ামাল ও রাফিনিয়ার পা থেকে।

নিখুঁত পরিকল্পনায় হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে তাদেরই মাঠে। প্রথমার্ধে লম্বা পাস আর হাই লাইন ডিফেন্সে রিয়ালকে করেছে হতবুদ্ধি। আর তার সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে বের করেছে ম্যাচের ফল। একে একে রিয়ালের জালে তারা পুরেছে এক হালি গোল!

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ২১ মিনিটেই হতে পারতো গোটা পাঁচেক গোল। তিনটি হয়নি স্ট্রাইকারদের কারণে। বাকিগুলোর জন্য নিজেদের কৃতিত্ব দিতেই পারে বার্সেলোনার রক্ষণভাগ। তাদের নিখুঁত হাই লাইন ডিফেন্সে বারবার আটকেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথমার্ধে চিত্র ছিল আলাদা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময় রিয়ালের হাতেই ছিল এবং তারা বেশ কয়েকটি গোলের সুযোগও পায়। তবে প্রথম ৪৫ মিনিটে ৭ বার অফসাইড বাদ দিলেও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইনের গোল মিস ছিল চোখে পড়ার মতোই।

একের পর এক অফসাইডের ফাঁদ এড়িয়ে যেতে ব্যর্থ হন প্রথম এল ক্লাসিকো খেলা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এমনকি গোলের দেখা পেলেও সেটা বাতিল হয় অফসাইডের কারণে৷ অন্যদিকে, সহজ সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ধরণই যেন পাল্টে ফেলে কাতালানরা। ম্যাচের ৫৪তম ও ৫৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে জোড়া গোল করে পুরো বার্নাব্যুকে স্তব্ধ করে দেন রিয়ালের পোলিশ স্ট্রাইকার লেভানডভস্কি।রিয়াল মাদ্রিদ যদিও ম্যাচে ফেরার চেষ্টা করছিল, তবে বার্সেলোনা আরও দুটি পাল্টা আক্রমণ থেকে গোল করে প্রতিপক্ষের আশা শেষ করে দেয়।

১৭ বছর বয়সী লামিন ইয়ামাল ৭৭তম মিনিটে গোল করে এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার খেতাব অর্জন করেন। পরে ৮৪ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন রাফিনিয়া। সঙ্গে লেগে থাকা লুকাস ভাসকেসকে পেছনে ফেলে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান।

এই জয়ের ফলে বার্সেলোনা তাদের পয়েন্ট ৩০-এ উন্নীত করে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। তারা রিয়ালের থেকে ছয় পয়েন্ট এগিয়ে এবং তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের চেয়ে নয় পয়েন্ট এগিয়ে রয়েছে। এই হারের আগে টানা ৪২ ম্যাচে কোনো হারের মুখ দেখেনি রিয়াল। এ সময়ে তারা ৩১ ম্যাচে জয় ও ১১টি ম্যাচে ড্র করেছে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!