২০২৪ ব্যালন ডি’অর ঘোষণার বেশ আগে থেকেই গুঞ্জন ছিল, ফুটবলের ব্যাক্তিগত সেরা পুরস্কারটি পেতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে শেষ পর্যন্ত সেটি পাননি তিনি। এ অবস্থায় ক্ষোভ ঝেড়েছেন এ ফুটবলার।
সোমবার (২৮ অক্টোবর) পুরস্কার দেওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে নাটকীয়ভাবে মোড় ঘুরে যায়। ভিনির জায়গায় ব্যালন ডি’অর জেতেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ভিনিসিয়ুস পুরস্কার পাচ্ছেন না দেখে অনুষ্ঠান বর্জন করে পুরো রিয়াল মাদ্রিদ।
বিষয়টা যে মানতে পারছেন না, তা বুঝিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান তারকার সতীর্থরাও সবাই হয়েছেন সোচ্চার। ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করে রিয়াল।
নিজের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বলেছেন ভিনিসিয়ুস। গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা এ ব্রাজিলিয়ান তারকা নিজের প্রতিক্রিয়া জানাতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স।
এবার ব্যালন ডি’অর না জিতে তিনি যে ভীষণ হতাশ, এক্সে দেয়া ভিনিসিয়ুসের পোস্টে ফুটে উঠেছে সেটাই। ভিনি লিখেছেন, ‘আমার এটা (ব্যালন ডি’অর) জিততে হলে পরবর্তীতে এর চেয়ে ১০ গুন ভালো করতে হবে। তারা তো (আমাকে পুরস্কার দিতে) প্রস্তুতই নয়।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :