AB Bank
ঢাকা বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাইনালে যাদের নিয়ে মাঠে নামলো বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:২১ পিএম, ৩০ অক্টোবর, ২০২৪
ফাইনালে যাদের নিয়ে মাঠে নামলো বাংলাদেশ

শিরোপা ধরে রাখার লক্ষ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে নেপালের বিপক্ষে নামছে বাংলাদেশ। লাল-সবুজের দলের শুরুর একাদশ এরই মধ্যে জানানো হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। চোটের কারণে সেমিফাইনালের মতো ফাইনালেও শুরুর একাদশে নেই  শামসুন্নাহার জুনিয়র। তার পরিবর্তে যথারীতি মোসাম্মৎ সাগরিকা জায়গা পেয়েছেন। কোচ পিটার জেমস বাটলার ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছেন।

বাংলাদেশ এখন পর্যন্ত ভালো ব্র্যান্ডের ফুটবল দেখিয়েছে এবং শেষ পর্যন্ত এ-গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারের লড়াইয়ে পৌঁছে যায়। যদিও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে ভালো খেলেনি। কোনো মতে হার এড়িয়ে শেষ মুহূর্তে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। পরের ম্যাচে অবশ্য ভারতের বিপক্ষে দাপট দেখিয়ে ৩-১ গোলে জেতে। সেমিফাইনালে ভুটানকে পাত্তাই দেয়নি বাংলার বাঘিনীরা, প্রতিপক্ষকে ৭-১ গোলে উড়িয়ে দেয়।  

এবারের আসরে নেপাল নিজেদের প্রথম খেলায় ভুটানের সঙ্গে গোলশূন্য ড্রয়ে হোঁচট খায়। পরের ম্যাচে মালদ্বীপকে ১১-০ ও শ্রীলংকাকে ৬-০ গোলে বিধ্বস্ত করে। অপরাজিত দলটি গোলপার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে যায়। শেষ চারের লড়াইয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে (৪-১) জিতে হিমালয়ের দেশটি ফাইনালে যায়।  

বাংলাদেশের শুরুর একাদশ: রূপনা চাকমা, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, সাবিনা খাতুন (অধিনায়ক), মনিকা চাকমা, মারিয়া মান্দা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন,ঋতুপর্ণা চাকমা।
 


একুশে সংবাদ/ এস কে

Link copied!