AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাদেজাকে ছেড়ে দিতে পারে চেন্নাই!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৩ পিএম, ৩১ অক্টোবর, ২০২৪
জাদেজাকে ছেড়ে দিতে পারে চেন্নাই!

সচরাচর আইপিএল নিলামের আগে নিজেদের কোর টিম ধরে রাখতে অভ্যস্ত চেন্নাই সুপার কিংস। এমনকি তারা নিজেদের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নিলাম থেকে দলে ফেরাতে মরিয়া থাকে। নিজেদের অভিজ্ঞ ক্রিকেটারদের ধরে রাখার প্রবণতা দেখেই এনেক সময় চেন্নাই সুপার কিংসকে বুড়োদের দল বলেও কটাক্ষ শুনতে হয়েছে। তবে চেন্নাই তাদের স্ট্র্যাটেজি বদলায়নি।

যদিও এবার সেই ছবিটায় বদল দেখা যেতে পারে। কেননা মহেন্দ্র সিং ধোনি যে একেবারেই কেরিয়ারের সায়াহ্নে এসে পৌঁছেছেন, সেটা বুঝতে অসুবিধা হয়নি ফ্র্যাঞ্চাইজির। তাছাড়া নিজের ফিটনেস নিয়েও সমস্যায় রয়েছে ধোনি। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, ধোনি পরবর্তী সুপারস্টারের খোঁজ শুরু করতে হচ্ছে চেন্নাইকে।

সম্ভবত সেই কারণেই এবার ঋষভ পন্তকে দলে পেতে ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংস। ঋষভ পন্তের সঙ্গে দিল্লির সম্পর্ক ছিন্ন হতে চলেছে বলে খবর। সুতরাং, পন্ত নিলামে উঠতে পারেন। পন্তের নিলামে অংশ নেওয়ার সম্ভাবনা দেখেই চেন্নাই শেষ মুহূর্তে বদলাতে পারে নিজেদের রিটেনশন পরিকল্পনা।

চেন্নাই জানে যে, ঋষভ পন্ত নিলামে উঠলে অনেক দলই তাঁকে পেতে ঝাঁপাবে। সেক্ষেত্রে বিস্তর দাম উঠতে পারে পন্তের। এমনকি ২০ কোটিও ছাড়িয়ে যেতে পারে পন্তের দাম। সুতরাং, ঋষভকে দলে নিতে হলে নিলামের আসরে পর্যাপ্ত অর্থ নিয়ে বসতে হবে চেন্নাই সুপার কিংসকে।

চেন্নাই এবার মহেন্দ্র সিং ধোনিকে ঘরোয়া ক্রিকেটার হিসেবে রিটেন করছে। সুতরাং, ধোনির জন্য বিস্তর খরচ করতে হবে না তাদের। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, পন্তের জন্য টাকা বাঁচাতেই রবীন্দ্র জাদেজাকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে পারে চেন্নাই। জাদেজাকে ধরে রাখতে হলে মোটা টাকা খরচ করতে হবে চেন্নাইকে।

যদিও জাদেজাকে একেবারে হাতের বাইরে যেতে দিতে নারাজ চেন্নাই। তারা চাইছে আরটিএম কার্ডে জাদেজাকে স্কোয়াডে ফেরাতে। আসলে নিলামে পন্তের জন্য কত টাকা খরচ হয়, সেটা দেখে সেই মতো জাদেজার জন্য দর হাঁকতে পারে চেন্নাই।

জাদেজাকে এক্ষেত্রে আগে থেকে রিটেন করলে ছোট পার্স নিয়ে নিলামে বসতে হবে চেন্নাইকে। সেক্ষেত্রে পন্তকে দলে নেওয়ার দৌড়ে আগে থেকেই পিছিয়ে পড়বে তারা। আপাতত মহেন্দ্র সিং ধোনি ছাড়াও ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়কে চেন্নাইয়ের রিটেন করা নিশ্চিত দেখাচ্ছে। এছাড়া শ্রীলঙ্কান পেসার মাথিসা পথিরানা ও ভারতীয় অল-রাউন্ডার শিবম দুবেকে ধরে রাখতে পারে চেন্নাই সুপার কিংস।

 

একুশে সংবাদ/ এস কে  

Link copied!