AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন ইরফান পাঠান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৯ পিএম, ৩১ অক্টোবর, ২০২৪
শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন ইরফান পাঠান

বড় ভুল করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স! এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর মতে যেই অধিনায়ক একটি দলকে চ্যাম্পিয়ন করল তাকে কীভাবে সেই দল রিলিজ করতে পারে। এই তথ্যটাই হজম করতে পারছেন না ইরফান পাঠান। নিজের সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে মুখ খুলেছেন ইরফান পাঠান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ এর জন্য ধরে রাখার তালিকা ৩১ অক্টোবর সন্ধ্যার মধ্যে প্রকাশ করতে হবে। এদিকে একটি প্রতিবেদনে বলা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখবে না। মজার বিষয় হল আইয়ারের অধিনায়কত্বে কেকেআর দল গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু কেকেআর তাকে ছেড়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে আইপিএলের ইতিহাসে শ্রেয়স আইয়ারই হবেন প্রথম অধিনায়ক যিনি শিরোপা জেতার পরের মৌসুমেই দল থেকে বাদ পড়বেন।

নিজের সোশ্যাল মিডিয়াতে ইরফান পাঠান লিখেছেন, ‘দলকে আইপিএল শিরোপা জেতানোর পরেও যদি শ্রেয়স আইয়ারকে তাঁর টিম ধরে না রাখে, তাহলে সেটা সত্যি খুব বড় ক্ষতি হবে।’ তবে শুধু শ্রেয়স আইয়ার নয়, ঋষভ পন্তকে নিয়েও মুখ খুলেছেন ইরফান পাঠান। তিনি জানিয়েছেন দিল্লি নিশ্চিত পন্তকে ধরে রাখবে। তিনি লিখেছেন, ‘আশা করছি দিল্লিও ঋষভ পন্তকে ধরে রাখবে- একজন খেলোয়াড় এবং অধিনায়ক দুই হিসাবেই তাঁর বাজারমূল্য বিশাল হবে।’

আইপিএলের প্রথম আসরটি ২০০৮ সালে খেলা হয়েছিল। এই মৌসুমে শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। ২০০৯ সালের পরের মৌসুমেও শেন ওয়ার্ন রাজস্থানের অধিনায়কত্ব করেন। অ্যাডাম গিলক্রিস্ট ২০০৯ সালে ডেকান চার্জার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। ২০১০ সালেও তিনি ডেকান চার্জার্সের অধিনায়ক ছিলেন।

২০১০ এবং ২০১১ সালে, চেন্নাই সুপার কিংস এমএস ধোনির অধিনায়কত্বে শিরোপা জিতেছিল। ২০১২ সালেও তিনি সিএসকে-এর অধিনায়ক ছিলেন। ২০১২ সালে, গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৩ সালেও কেকেআরের অধিনায়ক ছিলেন গম্ভীর। ২০১৩ সালে, রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। পরের মৌসুমেও দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। 

২০১৪ সালে, কেকেআর গম্ভীরের নেতৃত্বে দ্বিতীয় শিরোপা জিতেছিল। ২০১৫ সালের পরের মরশুমেও কেকেআর-এর অধিনায়ক ছিলেন গম্ভীর। ২০১৫ সালে, মুম্বই ইন্ডিয়ান্স আবার শিরোপা জিতেছিল। পরের মরশুমেও রোহিতের এমআই-এর অধিনায়ক ছিলেন। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ২০১৬-এ চ্যাম্পিয়ন হয়েছিল। পরের মৌসুমেও সানরাইজার্স এর অধিনায়ক ছিলেন ওয়ার্নার।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত, মুম্বই ইন্ডিয়ান্স তিন বার আইপিএল শিরোপা জিতেছে এবং চেন্নাই সুপার কিংস চার বার আইপিএল শিরোপা জিতেছে। এর পরেও রোহিত ও ধোনিই দলের অধিনায়ক ছিলেন। ২০২২ সালে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটানস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৩ সালেও হার্দিক জিটি-র অধিনায়ক ছিলেন।

আইপিএল ২০২৩-এ, সিএসকে আবার এমএস ধোনির অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়, কিন্তু পরের মৌসুম অর্থাৎ আইপিএল ২০২৪-এ, এমএস ধোনি সিএসকে-এর অধিনায়কত্ব ছেড়ে দেন। যদিও ধোনি এখনও দলের একটি অংশ। কিন্তু কলকাতা যদি শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেয়, তাহলে দলকে ২০২৪ সালে চ্যাম্পিয়ন করার পর পরের মৌসুমের মুক্তি পাওয়া প্রথম অধিনায়ক হবেন শ্রেয়স আইয়ার। 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!