আগামী বছরের জানুয়ারিতে শ্রীলংকা সফর করবে অস্ট্রেলিয়া। ঐ সফরে দু’টি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে অসিরা। সিরিজের সূচি চূড়ান্ত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
২৯ জানুয়ারি থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। ৬ ফেব্রুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে তারা। দু’টি টেস্টই গল’এ অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ২০২২ সালের জুন-জুলাইয়ে শ্রীলংকা সফরে টেস্ট সিরিজ খেলেছিলো অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজটি ১-১এ ড্র হয়। সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছিলো অস্ট্রেলিয়া। ঐ ম্যাচ দিয়ে ২০১১ সালের পর শ্রীলংকা মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিলো অসিরা।
এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচ ইনিংস ও ৩৯ রানে জিতে সিরিজ সমতায় শেষ করেছিলো শ্রীলংকা।
১২ ম্যাচে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে থাকা শ্রীলংকার সংগ্রহে আছে ৯ ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট। ১৩ ম্যাচে ৬২.৮২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে ভারত।
ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে শ্রীলংকার সাথে একটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচটি ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এখনও ওয়ানডে ম্যাচটির ভেন্যু চূড়ান্ত হয়নি।
২০২২ সালের জুনে শ্রীলংকার মাটিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ঐ সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো লংকানরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :