যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল হজমে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। যার ফলে মেজর লিগ সকার (এমএলএস) কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে–অফ সেমিফাইনাল খেলার সম্ভাবনা লিওনেল মেসির দলের জন্য ঝুলে রইল।
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় ভোরে মাঠে গড়ানো ম্যাচে নিজের চেনা ছন্দে ছিলেন না মেসি। চারটি শট নিতে পারলেও কোনোটিই লক্ষ্যবস্তুতে ছিল না। ২২ মিনিটে ডি বক্সে ঢুকলেও ফিনিশিং ঠিক মতো করতে না পাওয়ায় বল জালে জরাতে পারেননি।
বিরতির আগে ৪০ মিনিটে গোলরক্ষকের হাস্যকর ভুলে লিড পায় মায়ামি। গোল কিক নিতে গিয়ে ফেদেরিকো রেডোন্ডোর পায়ে বল দিয়ে বসেন আটলান্টার গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এরপর রেডোন্ডোর পাসে বল পেয়ে বাঁ-পায়ের দূরপাল্লার শটে নিশানাভেদ করেন ডেভিড মার্টিনেজ।
৫৮ মিনিটের মাথায় পেড্রো আমাডোরের ক্রসে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন ডেরিক উইলিয়ামস। খেলার অন্তিম মুহূর্তে আলেক্সি মিরানচুকের অ্যাসিস্টে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের কিকে বল জালে পাঠিয়ে মায়ামির পরাজয় নিশ্চিত করেন জান্দে সিলভা।
প্রথম প্লে-অফে মায়ামি ১-০ গোলে জয়ের পর দ্বিতীয়টিতে ২-১ গোলে হারল। আগামী ১০ নভেম্বর হতে যাওয়া তিন ম্যাচ প্লে-অফ সিরিজের শেষ খেলাটি এখন নকআউটে পরিণত হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :