হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে শ্রীলংকার কাছে ৩ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ফাইনালে লঙ্কানদের প্রতিপক্ষ পাকিস্তান।রোববার দ্বিতীয় সেমিফাইনাল শুরুতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১০৩ রানের পুঁজি পায় টাইগাররা। জবাবে ১ বল হাতে রেখেই ফাইনালে পৌঁছে যায় শ্রীলংকা।
বাংলাদেশি আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন এক চার ও দুই ছক্কার মারে ৪ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার জিসান আলম বিধ্বংসী মেজাজে ব্যাট করে ১১ বলে ৩৬ রানে থামেন। মোহাম্মদ সাইফউদ্দিন ১২ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। ইয়াসির আলী রাব্বি গোল্ডেন ডাকের শিকার হয়ে ক্রিজ ছাড়েন। ৬ বলে ১৮ রান করে বিদায় নেন আবু হায়দার রনি।
লক্ষ্য তাড়ায় আক্রমণাত্মক ছিলেন লঙ্কান ব্যাটাররা। সাইফউদ্দিনের করা প্রথম ওভারেই ২৫ রান এসেছিল, ৫টি চার হাঁকান ওপেনার স্যান্ডুন উইরাক্কোদি। দ্বিতীয় ওভারে সোহাগ গাজী তিন ছক্কা হজমসহ ২১ রান ব্যয় করেন।
জিসান মাত্র ৪ রান খরচায় দুই উইকেট তুলে নিলেও তা কাজে আসেনি। শেষ ওভারে জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ছিল ১৪ রান। এক বল হাতে রেখেই তারা লক্ষ্যে পৌঁছে যায়।
এর আগে এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :