বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) বালক ও বালিকাদের অনূর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হবে। তাসমেরী অ্যান্ড কোম্পানির পৃষ্ঠপোষকতায় ঢাকা মহানগরীর ব্বালক বিভাগে ১৬টি ও বালিকা বিগাবে ১২টি দল অংশ নেবে।
রোববার (৩ নভেম্বর) ঢাকার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, তাসমেরী অ্যান্ড কোম্পানির সত্ত্বাধিকারী মো. সেলম বিন বাতেন।
আসর নিয়ে আরো তথ্য দেন তাসমেরী গ্রুপের উপদেষ্টা (ফাইন্যান্স) ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাকসুদ আহমেদ, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া বাবু ও টুর্নামেন্ট কমিটির সহকারী সম্পাদক মোসা. লিপি বেগম।
আসরের সব ম্যাচ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত হবে। বালক ও বালিকা বিভাগের দলগুলো চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :