উয়েফা নেশন্স লিগের ম্যাচে আগামী ১৪ নভেম্বর ইসরায়েলকে আতিথেয়তা দেবে ফ্রান্স। এ ম্যাচটি বাতিলের দাবিতে ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ফিলিস্তিনের সমর্থকেরা।স্তাদিও দ্য ফ্রান্সে ম্যাচটি বাতিলের দাবি তুলে সোমবার (৪ নভেম্বর) ফ্রান্স ফুটবল ফেডারেশনের সামনে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ফিলিস্তিনের সমর্থকরা। মূলত ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদেই এই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
এ সময় তাদেরকে ‘চাঁ দেস পার্টিসাঁস’ যার মানে ‘জীবন অথবা মৃত্যু, জাতীয় স্বাধীনতার জন্য সংগ্রাম’ গানটিতেও সুর মেলাতে দেখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটা ছিল ফ্রান্সের জন্য প্রতিবাদের ভাষা।
এছাড়া বিভিন্ন প্ল্যাকার্ডে ‘স্তাদ দি ফ্রান্সে ফ্রান্স-ইসরায়েলের ম্যাচ হবে না, গণহত্যার চ্যাম্পিয়ন, ইসরায়েলকে নিষিদ্ধ করো’, এমন রাজনৈতিক স্লোগানে প্রতিবাদ করতে দেখা যায়। সেখানে অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা।
এর আগে নিরাপত্তা শঙ্কায় ও বিক্ষোভের মুখে বেলজিয়ামের মাঠে ইসরায়েলের ম্যাচটি হাঙ্গেরিতে সরিয়ে নেয়া হয়েছিল। সেটি শেষ পর্যন্ত ক্লোজ ডোরে অনুষ্ঠিত হয়। তবে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ গত মাসেই জানিয়েছিল, দর্শকদের উপস্থিতিতে হবে ফ্রান্স-ইসরায়েল ম্যাচ।
একই টুর্নামেন্টে নিরাপত্তাশঙ্কা থাকার পরও ইসরায়েল-ইতালি ম্যাচ ভালোভাবেই আয়োজন করেছিল ইতালি। এরপরই এমন সিদ্ধান্ত জানিয়েছিল ফ্রান্স।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :