বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল বালক ও বালিকাদের অনূর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের পর্দা উঠেছে। উদ্বোধনী দিনে গড়িয়েছে মোট ৯টি খেলা।মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। তাসমেরী অ্যান্ড কোম্পানির সত্ত্বাধিকারী মো. সেলিম বিন বাতেন প্রধান অতিথি হিসেবে আসরের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। ফেডারেশনের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাকসুদ আহমেদ, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া বাবুসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বালিকা বিভাগে উত্তরা কাফরুল উচ্চ বিদ্যালয়কে ৫-২ গোলে হারায় উইলস উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। অন্যান্য ম্যাচে শহীদ বীর উত্তম লে. আনোয়ার কলেজ ৮-৩ গোলে কদমতলা পূর্ব বাসাবো স্কুলকে, হীড ইন্টারন্যাশনাল স্কুল ৬-২ গোলে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়কে এবং সানিডেইল ১৩-৩ গোলে শহীদ বীর উত্তম লে. আনোয়ার কলেজকে পরাজিত করে।
বালকদের বিভাগে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ৫-২ গোলে আইডিয়াল স্কুলের (মতিঝিল) বিপক্ষে জয় পায়। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ৯-৬ গোলে স্কলাস্টিকা (উত্তরা), মডেল একাডেমি ৭-৪ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ১৮-৬ গোলে স্কলাস্টিকা (উত্তরা) এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ১১-০ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে হারিয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :