AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাস সেরার দৌড়ে রাবাদা-স্যান্টনার ও নোমান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪৮ পিএম, ৫ নভেম্বর, ২০২৪
মাস সেরার দৌড়ে রাবাদা-স্যান্টনার ও নোমান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে অক্টোবর মাসের সেরা হবার দৌড়ে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদসহ দুই স্পিনার নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও পাকিস্তানের নোমান আলি। গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা আজ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

নারীদের সেরার লড়াইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার এবং ওয়েস্ট ইন্ডিজের দিওয়ান্দ্রা ডোটিন।গত মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো দক্ষিণ আফ্রিকা। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন রাবাদা।

তার বোলিং নৈপুন্যে ৭ উইকেটের জয় পায় প্রোটিয়ারা। ২০১৪ সালের পর এশিয়ার মাঠে প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা।প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দীর্ঘ সাড়ে ছয় বছর পর আইসিসি র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেন রাবাদা।চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নেন রাবাদা। দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি তিনি। তবে পুরো সিরিজে ১৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন রাবাদা।

তাই আইসিসি মাস সেরার দৌড়ে জায়গা করে নিয়েছেন ২৯ বছর বয়সী রাবাদা।অক্টোবরে মাত্র একটি টেস্ট খেলেই মাস সেরার দৌড়ে নাম লিখিয়েছেন স্যান্টনার। পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৫৭ রানে ১৩ উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দেন তিনি।

প্রথম ইনিংসে ৫৩ রানে ৭ ও দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন স্যান্টনার। ঐ ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৭ রানও করেন এই বাঁ-হাতি খেলোয়াড়।

দ্বিতীয় ম্যাচে সেরার পুরস্কার জিতে মাস সেরার তালিকায় আছেন স্যান্টনার। ইনজুরির কারনে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি স্যান্টনার। তারপরও ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করে নিউজিল্যান্ড। প্রথমবারের মত ভারতের টেস্ট জয়ের স্বাদ পায় কিউইরা।  

দুই স্পিনার নোমান আলি ও সাজিদ খানের অসাধারণ বোলিং নৈপুন্যে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে তিন ম্যাচ টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। প্রথম টেস্টে দলে না থাকলেও সিরিজের শেষ দুই ম্যাচে নোমান ও সাজিদ মিলে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই শিকার করেন।

সিরিজের দ্বিতীয় টেস্টে ১৪৭ রানে ১১ ও শেষ ম্যাাচে ১৩০ রানে ৯ উইকেট নেন নোমান। চার ইনিংসে ১৩.৮৫ গড়ে ২০ উইকেট নিয়ে মাস সেরা দৌড়ে আছেন এই বাঁ-হাতি স্পিনার।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ এবং সমর্থকদের বাকি ১০ ভাগ ভোট।

 

একুশে সংবাদ/ এস কে 
 

Link copied!