তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুটা দারুণ করেছিল টাইগাররা। তবে নবীর অনবদ্য ইনিংসে লড়াকু পুঁজি পেয়েছে আফগানরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৪৯.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২৩৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও সিদিকুল্লাহ আতাল। ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফর্ম করা আতালের এ ম্যাচে অভিষেক হয়।
তাসকিনের বলে পরাস্ত হয়ে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দী হয়ে ৫ রান করে আউট হন গুরবাজ। রহমত শাহ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। এই দুজন সহ অভিষিক্ত আতালকেও ফেরান মুস্তাফিজুর রহমান।
আক্রমণে এসে নিজের দ্বিতীয় ডেলিভারিতেই রহমতকে ফেরান মুস্তাফিজ। পরের ওভারে ২১ রান করা আতালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এ পেসার। একই ওভারে রানের খাতা খোলার আগে ওমরজাইকে আউট করেন দ্য ফিজ।মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে আফগানিস্তান। এ সময় দলের হাল ধরেন শাহিদি ও গুলবাদিন নাঈব। দুজনে গড়েন ৩৬ রানের জুটি। যখন মনে হচ্ছিল তাদের ব্যাটে ম্যাচে ফিরবে দল, তখনই আউট হন গুলবাদিন।
তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ২২ রান করেন গুলবাদিন। ৭১ রানে পঞ্চম উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে আফগানরা। তবে সেখান থেকে পাল্টা প্রতিরোধ গড়েন শাহিদি ও মোহাম্মদ নবী।একপ্রান্তে শাহিদি ধরে খেললেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নবী। অল্প সময়ের ব্যবধানে দুজনই অর্ধশতক পূরণ করেন। রিশাদের বলে ডাবল নিয়ে ৫২ বলে ফিফটি পূরণ করেন নবী। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তার প্রথম অর্ধশতক।
একটু পর ফিফটির স্বাদ পান শাহিদিও। মুস্তাফিজের বলে সিঙ্গেল নিয়ে অর্ধশতকে পৌঁছান আফগান অধিনায়ক। অবশ্য ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দ্য ফিজের বলেই ৫২ রানে বোল্ড হন এ ব্যাটার।আফগানিস্তানের বাকি ব্যাটারদের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। তবে একপ্রান্ত আগলে ঠিকই দলকে এগিয়ে নিয়েছেন নবী। শেষদিকে আউট হওয়ার আগে ৭৯ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এ অলরাউন্ডার।
একদম শেষে এসে ২৭ রানের গুরুত্বপূর্ণ এক ক্যামিও খেলেন নাঙ্গেয়ালিয়া খারোটে। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ চারটি এবং শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :