AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্কুল হ্যান্ডবলের কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:২০ পিএম, ৭ নভেম্বর, ২০২৪
স্কুল হ্যান্ডবলের কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং তাসমেরী এন্ড কোম্পানীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত তাসমেরী অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক ও বালিকা উভয় বিভাগের কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত হয়েছে।বালক বিভাগে শেষ আটে মুখোমুখি হবে সানিডেইল বনাম সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় বনাম উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বনাম মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরী হাই স্কুল বনাম মতিঝিল আইডিয়াল স্কুল। 

বালিকা বিভাগে কোয়ার্টার ফাইনালে লড়বে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ বনাম নৌবাহিন কলেজ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় বনাম স্কলাস্টিকা (উত্তরা), সানিডেইল বনাম হীড ইন্টারন্যাশনাল এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল বনাম শহীদ বীর উত্তম লে: আনোয়ার কলেজ।

আগামী রোববার কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।এর আগে আজ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগে গ্রুপ পর্বে শেষ ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচগুলোতে সানিডেইল ১৮-০ গোলে হীড ইন্টারন্যাশনাল স্কুলকে, উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় ৯-৩ গোলে খালেদ হায়দার মেমোরিয়াল স্কুলকে, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ৯-২ গোলে উইস লিটল ফ্লাওয়ার স্কুলকে, মতিঝিল আইডিয়াল স্কুল ৯-৩ গোলে মডেল একাডেমিকে, সেন্ট গ্রেগরী হাই স্কুল ১১-৩ গোলে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়কে, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ৮-৩ গোলে মডেল একাডেমিকে, মতিঝিল আইডিয়াল স্কুল ৬-৪ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে, নৌবাহিনী কলেজ ১২-৫ গোলে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করে।


একুশে সংবাদ/ এস কে

 

 

Link copied!