আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। টাইগারদের উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে অবশ্য মিলেছে আরো বড় দুঃসংবাদ। ওয়ানডে সিরিজে তিনি আর খেলতে পারবেন না।বৃহস্পতিবার (৭ নভেম্বর) শারজাহর স্থানীয় সময় দুপুরে মুশফিকের আঙুলের এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্ট পাওয়ার পরই জানা যায়, চোটের কতটা গুরুতর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল সূত্রে জানা গিয়েছিল, মুশফিকের বাঁ-হাতের তর্জনী আঙুলে চিড় ধরা পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আরো পরীক্ষা–নিরীক্ষার পর সেই শঙ্কাই সত্যি হয়েছে।শারীরিক অসুস্থতার কারণে চলতি সিরিজে নেই লিটন দাস। চোটের কবলে পড়ে মুশফিকও ছিটকে গেলেন। বাকি দুই ম্যাচে গ্লাভস হাতে জাকের আলী অনিককেই দেখা যাবে।
সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষকের দায়িত্ব পালনকালে বাঁহাতের আঙুলে চোট পান মুশফিক। আঙুলের প্রাথমিক শুশ্রূষার পর ব্যাটিংয়ে নামেন। ব্যথা কমার জন্য সময় নিচ্ছিলেন। সেজন্য তিনি সাত নম্বরে ক্রিজে নামেন।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গত বুধবার দিবারাত্রির ম্যাচে ৪৯.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২৩৫ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ২৫.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান।
এমন পরিস্থিতিতে মারাত্মক ধস নামে বাংলাদেশের ইনিংসে। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই শেষ নাজমুল হোসেন শান্তর দল। সাত নম্বরে নেমে মুশফিক ৩ বলে ১ রান করে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :