AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিমেরিট পয়েন্ট পেল কানপুর ভেন্যু


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:০৯ পিএম, ৯ নভেম্বর, ২০২৪
ডিমেরিট পয়েন্ট পেল কানপুর ভেন্যু

গত ২৭ সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও ভারত।ম্যাচে মাঠের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ হিসেবে উল্লেখ করেছে  ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রন সংস্থা ইন্টারন্যাশান ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সাথে ভেন্যুটির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।

বৃষ্টির কারণে ঐ ম্যাচের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিন ভেস্তে যায়। চতুর্থ দিন খেলা হবার পর পঞ্চম দিনের প্রথম সেশনে শেষ হয় ম্যাচটি। ৭ উইকেটে টেস্ট জিতে নেয় ভারত।

কিন্তু ঐ টেস্টের আউটফিল্ড নিয়ে খুশি হতে পারেনি আইসিসি। সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তাই কানপুরের আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি।

সাধারণত সব আন্তর্জাতিক ম্যাচের পিচ ও আউটফিল্ডের রেটিং দিয়ে থাকে আইসিসি। পিচ নিয়ে আইসিসির ক্যাটাগরি হলো- খুব ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক এবং আনফিট।অসন্তোষজনক হলে ১টি ডিমেরিট পয়েন্ট পায়। আনফিট হলে তিন ডিমেরিট পয়েন্ট পায়।

পাঁচ বছরের মধ্যে কোন পাঁচ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে নিষিদ্ধ হয়ে থাকে ওই ভেন্যু। ।চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্ট। ঐ টেস্টে আউটফিল্ডকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছে আইসিসি।  ম্যাচটি ২৮০ রানে জিতেছিলো টিম ইন্ডিয়া। 
 

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!