AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাহমুদউল্লাহকে নিয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:৪৯ পিএম, ১২ নভেম্বর, ২০২৪
মাহমুদউল্লাহকে নিয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

নিজের  ব্যাটিংয়ের জন্য সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সোমবার (১১ নভেম্বর) আফগানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে জ্বলে ওঠেন তিনি। এরপরই এক স্ট্যাটাস দিয়েছিলেন তার স্ত্রী। 

নড়বড়ে ব্যাটিংয়ে দল যখন বিপদে, তখন ৯৮ রানের বীরত্বপূর্ণ ইনিংস খেলেন রিয়াদ। তার বীরত্বের কথা বলার কারণ, পায়ে ক্র্যাম্প (মাংসপেশিতে টান) নিয়েও খেলে গেছেন। ম্যাচজুড়ে যা নিয়ে ধারাভাষ্য বক্সে আলোচনা হয়েছে। পায়ে আঘাত নিয়েও অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার ব্যাট করেছেন। ক্রিজে টিকে ছিলেন ইনিংসের শেষ বল পর্যন্ত।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ২৪৪ রান সংগ্রহে বড় অবদান মাহমুদউল্লাহর। ৭২ রানে ৪ উইকেট পড়ার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গ নিয়ে তিনি ১৪৫ রানের জুটি গড়েন। যদিও নির্ধারিত ওভার শেষ হওয়ায় রিয়াদকে ফিরতে হয়েছে দুই রানের আক্ষেপ নিয়ে। তবে ক্র্যাম্প নিয়ে তার ৯৮ রানের ইনিংস দেখে তৃপ্ত মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

স্বামীর এমন অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে রিয়াদের স্ত্রী শুকরিয়া জানিয়ে লিখেছেন, ‘সেঞ্চুরির জন্য হতাশ হয়ো না। আজ তুমি অনেক ক্র্যাম্প নিয়ে খেলেছ, যা অবিশ্বাস্য। তুমি আবারও নিজের জাত চিনিয়ে অসাধারণ পারফরম্যান্স করেছ, আলহামদুলিল্লাহ।’

মাহমুদউল্লাহর পায়ে ক্র্যাম্প নিয়ে ম্যাচের মাঝে চিকিৎসাও নিয়েছিলেন। ডেকে নিয়েছিলেন বাংলাদেশের ফিজিওকে। তবে এরপরও তাকে খোড়াতে দেখা গিয়েছিল। যা নিয়ে ম্যাচ চলাকালে কথা বলেছেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি বলেন, ‘খোঁড়ানোর সময়ই বেশি ভালো ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ!’

ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৯৮ রান এসেছে তার ব্যাট থেকে। সমান ৯৮ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ৩টি ছক্কার বাউন্ডারি খেলেছেন। যদিও দল জেতেনি। ৫ উইকেটে ম্যাচ জয়ের পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে আফগানিস্তান।

 

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!