AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের র‍্যাংকিংয়েও অবনমন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৪০ পিএম, ১২ নভেম্বর, ২০২৪
বাংলাদেশের র‍্যাংকিংয়েও অবনমন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও বড় ধাক্কা খেলো বাংলাদেশ ক্রিকেট দল। পুরুষদের ক্রিকেটের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল টাইগাররা। বিপরীতে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে ৯ থেকে ৮-এ উঠে এলো আফগানরা। 

সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিলো বাংলাদেশের, আফগানদের ছিলো ৮৫। ২-১ ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান।

অথচ, চলতি বছরের মে মাসেও বাংলাদেশের তুলনায় ৬ পয়েন্ট পিছিয়ে ছিল আফগানরা। কিন্তু এ কয়েক মাসে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ভালো ফল করে এখন আইসিসি র‍্যাংকিংয়ের ৮ নম্বর দল তারা।

অপরদিকে বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট বলে বিবেচিত ওয়ানডেতে খারাপ যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। গত বছরের আফগানিস্তানে সিরিজ থেকে এ পর্যন্ত ৫টি ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র একটি সিরিজে। ফলস্বরূপ অবনমনও ঘটেছে র‍্যাঙ্কিংয়ে।

সবশেষ আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয় আপডেটে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ভারত। এরপর পর্যায়ক্রমে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশের নিচে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।


একুশে সংবাদ/ এস কে

Link copied!