রোনালদোর পর পর্তুগাল ফুটবলে যে কয়জন তারকা আছে তাদের মধ্যে একজন হলেন ব্রুনো ফার্নান্দেস। মাঝমাঠে দুর্দান্ত ফুটবল খেলে ভক্তদের মন জয় করেছেন তিনি। এবার সহযাত্রীর প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন এই পর্তুগিজ ফুটবলার।
গত সোমবার নেশন্স লিগ খেলতে পর্তুগালের উদ্দেশে বিমানে চড়েছিলেন ব্রুনো ফার্নান্দেস। সেখানে তার সামনেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন এক যাত্রী। মাঠে বীরত্ব দেখানো এই মিডফিল্ডার মাঠের বাইরেও দেখা দিলেন একই ভূমিকায়। সেই যাত্রীর জীবন বেঁচেছে ব্রুনোর সহযোগিতায়।
যুক্তরাজ্যের বিজনেস ক্লাউড নামের পত্রিকাকে এই ঘটনার তুলে ধরেছেন আরেক সহযাত্রী সুজানা লসন। তিনি জানান, ফার্নান্দেস ওই সময় টয়লেটের জন্য গিয়েছিলেন। কিছুক্ষণ পরেই সাহায্য চেয়ে তার চিৎকার শুনতে পান, ব্রুনো একজন যাত্রীকে ধরে রেখেছিল। মনে হচ্ছিল ওই যাত্রী বুঝি মারাই যাবে। সে চেতনা হারিয়ে ফেলেছিল কি না, সেটা বলতে পারছি না।
তিনি আরও জানিয়েছেন, সেখানে একটা বাড়তি সিট ছিল। ব্রুনো তখন ওই যাত্রীকে বসানোর চেষ্টা করতে থাকে। লোকটা সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত ব্রুনো সেখানেই ছিল।
এই ঘটনায় সহযাত্রীদের প্রশংসা কুঁড়িয়েছেন পর্তুগিজ তারকা। সুজানা লসন পরে অবশ্য ফার্নান্দেসের সঙ্গে একটি সেলফিও তুলেছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :