AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুখবর পেলেন শান্ত-মিরাজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:১০ পিএম, ১৩ নভেম্বর, ২০২৪
সুখবর পেলেন শান্ত-মিরাজ

কদিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন শাহিন আফ্রিদি। তিন ম্যাচে ১২.৬২ গড়ে নিয়েছেন ৮ উইকেট। দুর্দান্ত পারফর্ম্যান্সে ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন পাকিস্তানি এই পেসার।

আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে বোলার র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১ নম্বরে ওঠেছেন শাহিন। একদিনের ক্রিকেটের বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে স্থান ফিরে পাওয়ার পথে আফ্রিদি অর্জন করেছেন ক্যারিয়ার সেরা ৬৯৬ রেটিং পয়েন্ট। সবশেষ গত ওয়ানডে বিশ্বকাপের সময় ১ নম্বরে ছিলেন তিনি।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সিরিজ সেরা হয়েছিলেন হারিস রউফ। দুর্দান্ত বোলিং করা এ বোলারও র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। ১৪ ধাপ এগিয়ে তিনি আছেন ক্যারিয়ার–সর্বোচ্চ ১৩তম স্থানে। ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে দুইয়ে আছেন রশিদ খান, শাহিনের সঙ্গে তার পয়েন্ট পার্থক্য ৯।

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ২ ধাপ পিছিয়ে কেশব মহারাজ ৩ এ এবং ভারতের কুলদীপ যাদব ১ ধাপ পিছিয়ে ৪ এ নেমেছেন। এদিকে এগিয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, ৯ ধাপ এগিয়ে তিনি আছেন ২৪ নম্বরে। মিরাজের মতোই এগিয়েছেন মোস্তাফিজুর রহমানও, তিনি ৬ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে আছেন। তবে পিছিয়েছেন শরিফুল ইসলাম, তিনি আছেন ৩৪ নম্বরে।

এদিকে ব্যাট হাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলেছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। তিনি এগিয়েছেন ১১ ধাপ, আছেন ২৪ নম্বরে। আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ৯৮ রানের ইনিংস খেলেছিলেন। দারুণ ইনিংসের সুবাদে তিনিও র‍্যাংকিংয়ে এগিয়েছেন, ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে ওঠে এসেছেন তিনি।

এদিকে বোলিংয়ের মতো ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও এগিয়েছেন মিরাজ। টাইগার এই অলরাউন্ডার ৪ ধাপ এগিয়ে এসেছেন র‍্যাংকিংয়ের ৪ নম্বরে।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!