AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৫৯ পিএম, ১৩ নভেম্বর, ২০২৪
পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মালদ্বীপের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে দাপুটে ফুটবল উপহার দিলেও পিছিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজরা।বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।

ম্যাচের শুরু তঘেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় স্বাগতিকরা। তবে রাকিব বলের কাছে পৌঁছার আগেই সেটি ক্লিয়ার করেন মালদ্বীপ গোলরক্ষক হুসাইন শরিফ।ম্যাচের চতুর্থ মিনিটে লক্ষ্যভ্রষ্ট হেড করেন মোরসালিন। পঞ্চম মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ, তবে সফলতা দেখেনি স্বাগতিকরা। সপ্তম মিনিটে হলুদ কার্ড দেখেন হৃদয়।১৩ মিনিটে কর্নার থেকে দারুণ একটি সুযোগ পায় মালদ্বীপ। মিতুল মার্মা শুরুতে বল ধরতে না পারলেও শেষ পর্যন্ত বিপদ হয়নি। পরের মিনিটে কর্নার থেকে হেড করলেও বল লক্ষ্যে রাখতে পারেননি তপু।

খেলার ধারার বিপরীতে ১৮ মিনিটে ফ্রি কিক থেকে গোল হজম করে বাংলাদেশ। গোলদাতা আলী ফাসির। এরপর প্রথমার্ধের বাকি সময় আর তেমন সুযোগ পায়নি মালদ্বীপ।পুরো সময়জুড়ে একটু পরপরই সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় সাফল্যের মুখ দেখেনি স্বাগতিকরা। রাকিব, মোরসালিন বা হৃদয় কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি।প্রথমার্ধের একদম শেষ দিকে সোহেল রানার শট পোস্টে লেগে ফিরলে আফসোস নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। বলা যায় ভালো খেলেও হতাশা নিয়ে প্রথমার্ধ শেষ করেছে স্বাগতিকরা।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!