ফিফা প্রীতি ম্যাচে নিজেদের ঘরের মাঠে একাধিক সুযোগ মিস করে মালদ্বীপের কাছে হেরে যায় বাংলাদেশ। বুধবার (১৩ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় সফরকারীদের বিপক্ষে ১-০ গোলে হারে স্বাগতিকরা। আর এমন হারে ক্ষোভে ফুঁসছেন ভক্তরা। ম্যাচশেষে ভক্তদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠে কিংস অ্যারেনা।
বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে বসুন্ধরা কিংস অ্যারেনায় বিক্ষোভ করেছেন সমর্থকেরা। বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ শেষে এই বিক্ষোভ করেন বাংলাদেশ দলের একদল সমর্থক।
এ সময় বসুন্ধরা কিংসের ফুটবলারদের অতিরিক্ত সুবিধা দেয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। সেইসঙ্গে এই সিন্ডিকেট ভাঙার দাবিও জানান তারা।
এদিন ম্যাচ শেষে বাংলাদেশ টিম বাসের সামনে স্লোগান দিতে থাকেন উত্তপ্ত সমর্থকেরা। তাদের দাবি, বাংলাদেশ ফুটবল দলের বর্তমান প্রধান কোচ হাভিয়ের কাবরেরাকে সরাতে হবে। এছাড়া টিম ম্যানেজমেন্টের সিন্ডিকেট ভাঙার দাবিও করেন আন্দোলনকারীরা। এছাড়া ‘গেট আউট কাবরেরা’ এমন স্লোগানও দেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ ফুটবল দল বাসে ওঠার সময় তাদেরকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন সমর্থকেরা। দলটির প্রধান কোচ কাবরেরার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, এছাড়া সিন্ডিকেট নিয়েও আপত্তিকর স্লোগান দিয়েছেন আন্দোলনকারী সমর্থকেরা।
ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এসে সেখানে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তবে বিক্ষুব্দ সর্মথেকেরা খেলোয়াড়দের বা উপস্থিত কারও সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেনি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :