বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুই ম্যাচে জয় পেয়েছিল ব্রাজিল। লক্ষ্য ছিল ২০২৪ সালের শেষ দুই ম্যাচেও জয় নিয়েই মাঠ ছাড়বে সেলেসাওরা।কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে ব্রাজিলকে।বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের টেবিলে ১১ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেলেসাওরা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে ভেনেজুয়েলা। আরেক ম্যাচে প্যারাগুয়ের কাছে হারলেও ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
এস্তাদিও মনুমেন্টাল ডি মাতুরিনে বৃহস্পতিবার ম্যাচের ৪৩ মিনিটে বাঁ-পায়ে নেয়া বল জালে জড়িয়ে ব্রাজিলকে লিড পাইয়ে দেন রাফিনিয়া। বিরতির পরপরই সেটি শোধ দেয় স্বাগতিকরা। জেফারসন সাভারিনোর অ্যাসিস্টে বল পাওয়া টেলাস্কো সেগোভিয়া ডানপায়ের দূরপাল্লার শটে ৪৬ মিনিটের মাথায় নিশানাভেদ করেন।
এরপর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য আসে সেই হতাশার মুহূর্ত। ভিনির ডানপায়ে নেয়া স্পটকিক গোলরক্ষক ৬২ মিনিটের সময় ঠেকান, ফিরতি বলও তিনি জালে পাঠাতে পারেননি। গোলের জন্য মরিয়া হয়ে বাকি সময়ের প্রায় পুরোটা জুড়ে টানা আক্রমণ করতে থাকলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি ব্রাজিল। প্রায় ৬৭ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রাখলেও তা জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি।
৮৯ মিনিটে গাব্রিয়েল মার্টিনেল্লিকে ভেনেজুয়েলার ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস ফাউল করেন। প্রতিবাদ জানাতে ছুটে যান ভিনিসিয়ুস, তার মুখেও হাত দিয়ে আঘাত করেন গঞ্জালেস। দুই দলের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়, গঞ্জালেস দেখেন লাল কার্ড। যোগ করা সময়ে ম্যাচের শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ভেনেজুয়েলা। সেই সুযোগটাও কাজে লাগাতে পারেনি ডরিভাল জুনিয়রের দল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :