আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসর শুরুর আগে আইসিসির সদস্য দেশগুলোতে ট্রফি ঘুরবে। যার ধারাবাহিকতায় আসছে ডিসেম্বরে ট্রফিটি বাংলাদেশে আসবে।
সবকিছু ঠিক থাকলে ১০ ডিসেম্বর বাংলাদেশে পৌঁছাবে ট্রফি। জনগণের সামনে প্রদর্শনের জন্য ১১, ১২ ও ১৩ ডিসেম্বর ট্রফিটি উন্মুক্ত রাখা হবে। ঢাকা ছাড়াও এটি কক্সবাজার ভ্রমণেও যাবে।
স্বাগতিক দেশ পাকিস্তানে এরই মধ্যে ট্রফি পৌঁছে গেছে, ভ্রমণ শুরু হবে ১৬ নভেম্বর। আগামী এক সপ্তাহ পাকিস্তান ট্রফিটি ঘুরবে। মুড়ি, হুনজা, মুজাফফরবাদ ও স্কার্দুতে যাত্রাপথে থামবে। ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থেকে ট্রফি আরেক দেশে যাবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ-গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। বি-গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :