AB Bank
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইনিংসে ১০ উইকেটের বিরল কীর্তি দেখলো বিশ্ব ক্রিকেট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০০ পিএম, ১৫ নভেম্বর, ২০২৪
ইনিংসে ১০ উইকেটের বিরল কীর্তি দেখলো বিশ্ব ক্রিকেট

আরও একবার ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি দেখলো বিশ্ব ক্রিকেট। যদিও এবারের কীর্তিটি কোনো আন্তর্জাতিক ক্রিকেটে নয়। বিরল এ ঘটনা ঘটেছে ভারতীয় ক্রিকেটের রঞ্জি ট্রফিতে। আর রেকর্ডটি গড়েছেন হরিয়ানার তরুণ ডানহাতি পেসার অংশুল কামবোজ। প্রতিপক্ষ ছিল কেরালা। রঞ্জি ট্রফির ইতিহাসে এক ইনিংসে ১০ উইকেট নেয়া তৃতীয় বোলার অংশুল। 

আজ রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনে হরিয়ানার চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে চলমান ম্যাচে কামবোজের বোলিং ফিগার ছিল- ৩০.১ ওভার, ৯ মেডেন, ৪৯ রান, ১০ উইকেট। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টে কোনো বোলার ইনিংসে ১০ উইকেট নিলেন ৩৮ বছর পর।

বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে কামবোজের নামের সঙ্গে ছিল ৮ উইকেট। আজ তৃতীয় দিনে বাসিল থাম্পিকে বোল্ড করার পর শৌন রজারকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে ইনিংসে ১০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। কেরালা ২৯১ রান তুলতে ব্যাট করেছে মোট ১১৬.১ ওভার। এর মধ্যে সবচেয়ে বেশি ওভার বল করেছেন কামবোজই।

তার নেয়া ১০ উইকেট রঞ্জি ইতিহাসে হরিয়ানার বোলারদের মধ্যে সেরা বোলিং। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতাটিতে এর আগে মাত্র দুজন বোলার ইনিংসের সব কটি উইকেট নিতে পেরেছেন।

রঞ্জি ট্রফির ৩৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস  
১৯৫৬-৫৭ মৌসুমে কলকাতার হয়ে খেলা প্রেমাংশু চট্টোপাধ্যায় প্রথমবার এ রেকর্ড গড়েন। সেবার আসামের বিপক্ষে তিনি ২০ রানে ১০ উইকেট নিয়েছিলেন। দীর্ঘ ৩ যুগ পর দ্বিতীয় বোলার হিসেবে ১৯৮৫-৮৬ সালে বিদর্ভের বিপক্ষে ৭৮ রানে ১০ উইকেট তুলে নেন রাজস্থানের প্রদীপ সুন্দরম। সে হিসেবে তিন যুগের বেশি সময় পর ইনিংসে ১০ উইকেট নিলেন কামবোজ।

ভারতের ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ বোলার  
রঞ্জি ট্রফিতে তৃতীয় হলেও ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাসে কামবোজ হলেন ষষ্ঠ বোলার যিনি এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। এর আগে এমন কীর্তি গড়া ৫ জন হলেন- প্রেমাংশু চট্টোপাধ্যায়, দেবাশীষ মোহান্তি, প্রদীপ সুন্দরম, অনিল কুম্বলে ও শুভাষ গুপ্ত।

এদিকে টেস্ট ক্রিকেটের দেড়শ’ বছরের ইতিহাসে এখন পর্যন্ত তিনজন বোলার ইনিংসে ১০ উইকেট নিতে পেরেছেন। প্রথমজন ইংল্যান্ডের জিম ল্যাকার, ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে। দ্বিতীয় হিসেবে ভারতের অনিল কুম্বলে, ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ফিরোজ শাহ কোটলা টেস্টে এবং তৃতীয় হিসেবে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল, ২০২১ সালে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে।

উন্মোচিত হলো ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন ট্রফি
ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে যে কারণে সাকিবের নাম সরালো আইসিসি
অপরাজিত ৬০৬ রানের জুটির পর ইনিংস ঘোষণা, ‘হেলায়’ মিস বিশ্ব রেকর্ড

রঞ্জি ট্রফিতে সেরা বোলিং ফিগার
১০/২০ প্রেমাংশু চট্টোপাধ্যায় – বেঙ্গল বনাম আসাম (১৯৫৬-৫৭)  
১০/৪৯ অংশুল কামবোজ – হরিয়ানা বনাম কেরালা (২০২৪-২৫) 
১০/৭৮ প্রদীপ সুন্দরম – রাজস্থান বনাম বিদর্ভ (১৯৮৫-৫৬)

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেয়া ভারতীয় বোলাররা
১০/২০ প্রেমাংশু চট্টোপাধ্যায়- বেঙ্গল বনাম আসাম (১৯৫৬-৫৭) রঞ্জি ট্রফি  
১০/৪৬ দেবাশীষ মোহান্তি- ইস্ট জোন বনাম সাউথ জোন (২০০০-০১) দুলীপ ট্রফি  
১০/৪৯ অংশুল কামবোজ- হরিয়ানা বনাম কেরালা (২০২৪-২৫)
১০/৭৪ অনিল কুম্বলে- ভারত বনাম পাকিস্তান (১৯৯৯) কোটলা (টেস্ট ম্যাচ)
১০/৭৮ প্রদীপ সুন্দরম- রাজস্থান বনাম বিদর্ভ (১৯৮৫-৮৬) রঞ্জি ট্রফি  
১০/৭৮ শুভাষ গুপ্ত- বম্বে বনাম পাকিস্তান কম্বাইন্ড সার্ভিসেস এবং বাহাওয়ালপুর এক্সআই (১৯৫৪-৫৫)

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!