আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এককভাবে নিজের দখলে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।উয়েফা নেশন্স লিগের ম্যাচে শুক্রবার পোল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে খেলোয়াড় হিসেবে বেশি জয়ের কীর্তিটা নিজের করে নিলেন রোনালদো। পানেনকা শট ও বাইসাইকেল কিকে বল জালে জড়িয়ে ম্যাচটিকে রাঙিয়ে রাখলেন। দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে রাখলেন ভূমিকা।
সিআর সেভেনের পর্তুগালের হয়ে জয় সংখ্যা বর্তমানে ১৩২টি। রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ সার্জিও রামোসকে ছাড়িয়ে তিনি নিজেকে শীর্ষস্থানে নিলেন। স্পেনের হয়ে ২০২১ সালে সবশেষ মাঠে নামা এই তারকা ডিফেন্ডার ১৩১টি জয়ের মুখ দেখেছিলেন।
রোনালদোর অর্জনের এখানেই শেষ নয়। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোলের কীর্তিও এখন তার দখলে রয়েছে। ৩৯ বছর পূর্ণ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে ৭ গোল করে ফেলেছেন।
পোর্তোয় স্বাগতিকদের গোল উৎসবের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৯ মিনিটে পাল্টা আক্রমণে নুনো মেন্ডেসের পাসে হেডে লক্ষ্যভেদ করেন রাফায়েল লেয়াও। ডি বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগায় পেনাল্টি পায় পর্তুগাল। স্পটকিক নিতে যাওয়া রোনালদো পানেকনা শটে তা জালে পাঠান।
ভিতিনহার অ্যাসিস্টে ডানপায়ের দূরপাল্লার শটে ৮০ মিনিটে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস। তিন মিনিট পর রোনালদোর বাড়িয়ে দেওয়া বল নিয়ে তা পান পায়ে জালে প্রবেশ করান পেদ্রো।
ম্যাচের তখন ৮৭ মিনিট। ভিতিনিয়ার ক্রস দূরের পোস্টে পেয়ে শরীরকে শূন্যে ভাসিয়ে বাইসাইকেল কিকে অনবদ্য গোল করে বসেন রোনালদো। চলতি নেশন্স লিগে এটি তার পঞ্চম এবং জাতীয় দলের হয়ে ১৩৫তম গোল। পেশাদার ফুটবলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর মোট গোল এখন রেকর্ড ৯১০টি। পরের মিনিটে বাঁ-পায়ের দূরপাল্লার শটে ডমিনিক মার্কজুক পোল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন।
এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই শেষ আটে পর্তুগাল। টেবিলের শীর্ষে থাকা দলটি ৫ ম্যাচে পেয়েছে ১৩ পয়েন্ট। শেষ রাউন্ডে আগামী সোমবার তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :