AB Bank
ঢাকা রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪১ পিএম, ১৬ নভেম্বর, ২০২৪
আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশ

বাংলাদেশে লাতিনের দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক প্রচুর। ফুটবল মানেই এ দেশে যেন আর্জেন্টিনা আর ব্রাজিল। তবে কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আলাদাভাবে চিনেছে ফুটবল বিশ্বকাপ। বিশেষ করে বললে বলতে হয় সেই আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা এতটাই অভিভূত ছিল যে বিশ্বকাপ জয়ের উৎসবে দেশটিতে উড়েছে বাংলাদেশের পতাকাও। এছাড়াও বিশ্বকাপ ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভেরিফাইড পেজেও। এবার আর্জেন্টিনা ও লিওনেল মেসিরা চমকে দিয়েছে লাল-সবুজের বাংলাদেশকে।

শুক্রবার (১৫ নভেম্বর) নতুন জার্সি পরে প্রকাশ্যে আসেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজরা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে এএফএ’র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এ জার্সিটি তৈরি করা হয়েছে। সেখানে আলবিসেলেস্তেরা রেখেছে বাংলাদেশকেও।

এএফএ সোশ্যাল মিডিয়া মাধ্যম এক্সে নতুন জার্সি নিয়ে দলের খেলোয়াড়দের ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে রয়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, ম্যাক আলিস্টারসহ আর্জেন্টিনার তারকা ফুটবলাররা। সেই ভিডিও ৪৮-৪৯তম সেকেন্ডে দেখা যায় দেওয়ালে ঝোলানো একটি টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার ভিডিও। যে ভিডিওতে রয়েছে বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন হাজার হাজার  বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থক। যে ভিডিওটি কাতার বিশ্বকাপ চলাকালীন ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে।

এএফএ জানিয়েছে, আর্জেন্টিনা আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই মাঠ মাতাবে। যদিও নতুন জার্সি গায়ে প্যারাগুয়ের বিপক্ষে হওয়া ম্যাচটিতে পরার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় সেটি আর হয়নি। আলবিসেলেস্তেদের নতুন জার্সিতে আকাশি নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো।

একুশে সংবাদ/ এস কে

Link copied!