আক্রমণাত্মক ফুটবল খেলছিল বাংলাদেশ। প্রথম দশ মিনিট ছিল একচেটিয়া আধিপত্য। এরপর হারিয়ে যায় ছন্দ। ২৩ মিনিটে গোল হজমের পর শরীরী ভাষায় ছিল না ইতিবাচক ভঙ্গি। তবে মুজিবর রহমান জনির দারুণ গোলে সমতায় ফিরেছে স্বাগতিকরা।শনিবার সন্ধ্যা ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের লড়াই মাঠে গড়ায়। প্রথমার্ধ শেষে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলের সমতা বিরাজ করছে।
খেলার প্রথম মিনিটেই বাংলাদেশের সামনে এসেছিল সুযোগ। কিক অফের পর সতীর্থের লম্বা পাসে শেখ মোরসালিন অল্পের জন্য বলের নাগাল পাননি। প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে বল চলে যায়। ডি বক্সের কাছে তপু বর্মণের ভুল পাসে প্রতিপক্ষের এক খেলোয়াড় বল পেয়ে যান। তার পাসে বল নিয়ে বাঁ-পায়ের প্লেসিং শটে ২৩ মিনিটে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার আলী ফাসির। প্রথম ম্যাচে তার গোলেই হেরেছিল লাল-সবুজের দল।
গোছানো আক্রমণ থেকে বাঁ-প্রান্তে থাকা রাকিবের ক্রসে বল নেন ফয়সাল আহমেদ ফাহিম। তার জোরালো শট লাফিয়ে ঠেকান মালদ্বীপের গোলরক্ষক হোসেন শরিফ। ফিরতি বলে মোরসালিনের শট পোস্টের বেশ উপর দিয়ে চলে যায়।
সৈয়দ শাহ কাজেমের পরিবর্তে শুরুর একাদশে জায়গা পাওয়া জনি বক্সের বাইরে বল পেয়ে দারুণ নিয়ন্ত্রণ নিয়ে এক পা থেকে আরেক পায়ে বল নেয়ায় প্রতিপক্ষের ডিফেন্ডাররা বিভ্রান্ত হয়ে পড়েন। আকস্মিক তার কোণাকুণি শট গোলরক্ষক ঝাপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি। ৪৩ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :