AB Bank
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাফজয়ী দলের প্রত্যেককে একটি করে ফ্রিজ দিলো ওয়ালটন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:৫৯ এএম, ১৮ নভেম্বর, ২০২৪
সাফজয়ী দলের প্রত্যেককে একটি করে ফ্রিজ দিলো ওয়ালটন

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন। এ সময় সাফ চ্যাম্পিয়নদের একটি করে ফ্রিজ উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। নারী ফুটবলের দীর্ঘদিনের পৃষ্ঠপোষক ওয়ালটন দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনের এই উপহার দেয়।

বাংলাদেশ নারী ফুটবল দলের অনেক ফুটবলারের বাড়ি দুর্গম এলাকায়। নাগরিক অনেক সেবা বেশ দুরহ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা জানালেন,‌ বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন তিনি শুরু থেকেই ওয়ালটনকে পাশে পেয়েছেন এবং তার আশা আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানিয়ে সাবিনা বলেন, ‌‘আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ওয়ালটনকে। ওয়ালটনের সঙ্গে ফেডারেশনের সম্পর্ক বহু পুরোনো। আমি যখন শুরু করেছি তখনও দেখেছি ওয়ালটন সবসময় মেয়েদের ফুটবলের পাশে ছিল। অবশ্যই আমি মনে করি এটা মেয়েদের অনুপ্রাণিত করে। আমরা যখন সাফল্য নিয়ে আসি সবাই যখন উৎসাহিত করে এটা মেয়েদের মোটিভেশন হিসেবে কাজ করে। কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়।’

জাতীয় বাংলাদেশ নারী ফুটবল দলের অনেক সদস্যর বাড়ি দুর্গম এলাকায়। নাগরিক অনেক সেবা বেশ দুরহ। সাবিনা বলেন,‌ ‘আমাদের মধ্যে মনিকার বাড়িতে বিদ্যুৎ নেই। ওর বাড়ি যেতে এখনো দুই কিলোমিটার পথ কষ্ট করতে হয়।’

মনিকার বাড়িতে বিদ্যুৎ নেই, তাই তার বাড়িতে ফ্রিজ ব্যবহার করার উপায়ও নেই। ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন,‘আশা করব খুব দ্রুত তার বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা হবে। যারা ফ্রিজ নিতে চান না এর পরিবর্তে অর্থ গ্রহণ করতে পারবেন।’

সাবিনাদের কোচ পিটার বাটলার বৃটিশ। তিনি ফ্রিজ উপহার পেয়ে মজা করে বলছিলেন, সৌদি এয়ারলাইন্সে আমার ওজন (লাগেজ) মাত্র ৩০ কেজি।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর নারী ফুটবলাররা যার যার ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছিলেন। তাই অপেক্ষায় আছেন সেই সমাধানের। নারী ফুটবলারদের সম্মাননা অনুষ্ঠানে উঠে এসেছে আগামীর পথচলা ও নানা সমস্যার বিষয়।

নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, আমরা নারী ফুটবলারদের আরো সুযোগ-সুবিধা দিতে চাই। এজন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা দরকার।সাবিনাদের সঙ্গে বাফুফের আনুষ্ঠানিক চুক্তি শেষ। সেই চুক্তিতে সিনিয়র ফুটবলাররা মাসে ৫০ হাজার টাকা করে পেতেন। এবার সাবিনাদের প্রত্যাশা একটু বেশিই, চ্যাম্পিয়ন হলে বেতন বেশির আশা তো থাকেই। এই বিষয়ে আপার সঙ্গে আজ আলাপ হওয়ার কথা।

সাফে সাবিনাদের কোচ ছিলেন পিটার বাটলার। তার সঙ্গে নারী ফুটবলাদের সম্পর্ক খুব বেশি ভালো নয়। আজকের অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন হলে নারী উইংয়ের প্রধান বলেন, তার সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। এখন মাত্র নভেম্বরের মাঝামাঝি। অনেক সময় আছে, অপেক্ষা করেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!