AB Bank
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়েস্ট ইন্ডিজে ভালো করতে অনুপ্রাণিত খেলোয়াড়রা : সালাহউদ্দিন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:১২ এএম, ১৮ নভেম্বর, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজে ভালো করতে অনুপ্রাণিত খেলোয়াড়রা : সালাহউদ্দিন

ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট এবং আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হারের পরও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করার জন্য বাংলাদেশের খেলোয়াড়রা উজ্জীবিত বলে বিশ্বাস করেন সদ্যই বাংলাদেশ ক্রিকেট দলের  সিনিয়র সহকারী কোচ নিয়োগ পাওয়া  মোহাম্মদ সালাহউদ্দিন।

মাসব্যাপী ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। তিনটি ফরম্যাটেই সিরিজ খেলবে টাইগাররা। টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। অবশ্য এই ফরম্যাটে এখনও সবচেয়ে বেশি দুর্বল তারা। ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ঐ সফরে দ্বিতীয় সারির ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো টাইগাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পোস্ট করা একটি ভিডিও বার্তা সালাহউদ্দিন বলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হল ছেলেরা ভালো খেলার জন্য উজ্জীবিত। সবাই সাদা জার্সি পরতে চায়।’

তিনি আরও বলেন, ‘সবার ওয়ার্ক এথিক দেখে আমি সত্যিই আনন্দিত। আশা করি তারা এবার একটা পার্থক্য গড়তে সক্ষম হবে।’

১৪ বছর আগে বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজেই যাত্রা শুরু হয়েছিলো সালাহউদ্দিনের। কাকতালীয়ভাবে আবারও ওয়েস্ট ইন্ডিজে সিনিয়র সহকারী কোচ হিসেবে নতুন মিশন শুরু করতে যাচ্ছেন তিনি।

তিনি বলেন, ‘১৪ বছর পর আবারও ওয়েস্ট ইন্ডিজে ফিরে এলঅম। যেখান থেকে আমার আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করেছিলাম। আবার এখানে এসে ভালো লাগছে।’

সালাহউদ্দিনের মতে, আগের চেয়ে ভালো করার জন্য মুখিয়ে আছে খেলোয়াড়রা।

তিনি বলেন, ‘এই ছেলেদের অনেক বড় স্বপ্ন আছে। তারা বাধা ভেঙে আরও উঁচুতে উঠার চেষ্টা করছে। আশা করি তারা খুব ভালো করবে।’

দিনের অনুশীলন শেষে কথা বলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামও। তিনি জানান, কঠিন সিরিজের আগে নিজেদের ভালোভাবেই প্রস্তুত করছেন তারা।

তাইজুল বলেন, ‘আমাদের লম্বা ভ্রমণ ছিল। এখানে আসার পর আমরা হালকা অনুশীলন সেশন করেছি। এখানকার সুযোগ-সুবিধা খুবই ভালো। দল হিসেবে আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি।’

২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্ট এবং ৩০ নভেম্বর  কিংস্টনে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে  বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে অ্যান্টিগা আজ রাতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।


একুশে সংবাদ/ এস কে 

Link copied!