নিউজিল্যান্ডের পেসার ডগ ব্রেসওয়েলকে দেশটির ক্রীড়া ট্রাইব্যুনাল কোকেন সেবনের দায়ে এক মাসের জন্য নিষেধাজ্ঞা দেয়। চলতি বছরের শুরুতে ঘরোয়া ক্রিকেটে একটি ম্যাচের আগে তিনি এমন কাণ্ড ঘটিয়েছিলেন।ট্রাইব্যুনাল এক বিবৃতিতে জানায়, ১৩ জানুয়ারি ওয়েলিংটনের সুপার স্ম্যাশ প্রতিযোগিতায় ওয়েলিংটন ফায়ারবার্ডস এবং সেন্ট্রাল স্ট্যাগসের মধ্যকার ম্যাচের আগের দিন মধ্যরাত কোকেন সেবন করেছিলেন ব্রেসওয়েল। ডানহাতি এই পেসার বিষয়টি স্বীকার করলেও কোকেন ব্যবহারের সময় তিনি প্রতিযোগিতার বাইরে ছিলেবন বলে জানিয়েছিলেন।
তার এমন দাবি অবশ্য ট্রাইবুন্যাল গ্রহণ করেনি। তাদের পর্যবেক্ষণ, এমন ঘটনা প্রতিযোগিতায় থাকা অবস্থাতেই ঘটেছিল। স্পোর্ট ইন্টিগ্রিটি কমিশন যার প্রেক্ষিতে তাকে এক মাসের নিষেধাজ্ঞা নেয়। অস্থায়ী নিষেধাজ্ঞা এ বছরের ১১ এপ্রিল থেকে কার্যকর ধরা হয়েছিল। সেই সময় আগেই অতিক্রান্ত হওয়ায় ব্রেসওয়েলের খেলতে এখন কোনো বাধা নেই।
৩৪ বর্ষী এই ক্রিকেটার ২০১১ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ২৮ টেস্ট (৭৪ উইকেট), ২১ ওয়ানডে (২৬ উইকেট) এবং ২০ টি-২০ (২০ উইকেট) ম্যাচ খেলেছেন। সর্বশেষ ২০২৩ সালের মার্চে নিউজিল্যান্ডের হয়ে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিলেন। এরপর জাতীয় দলে তাকে আর দেখা যায়নি।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টের একজন খেলোয়াড় হিসেবে ঘরোয়া ক্যারিয়ারে ব্রেসওয়েল সম্প্রতি ফ্রিল্যান্সার হওয়ায় ক্লাবের একটি চুক্তি থেকে বেরিয়ে এসেছেন। পরবর্তীতে তিনি আবুধাবি টি-২০ লিগে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে। তারপর সামনের বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে জোবার্গ সুপার কিংসের অংশ হবেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :