AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেইমারকে নিয়ে ছাড়ানো গুঞ্জন উড়িয়ে দিলেন এজেন্ট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৪ পিএম, ১৮ নভেম্বর, ২০২৪
নেইমারকে নিয়ে ছাড়ানো গুঞ্জন উড়িয়ে দিলেন এজেন্ট

দীর্ঘ সময় ধরে ইনজুরিতে ভুগছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র।এক বছর পর ইনজুরি কাটিয়ে আল হিলালের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য যেনো তার পিছু ছাড়ছে না। সেই ম্যাচে আবারও ইনজুরিতে পড়েন নেইমার। ফলে বেশ কয়েক দিনের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে।  

একের পর এক ইনজুরির হানা, ঠিকমতো মাঠেও নামার সুযোগ পাচ্ছেন না। এমতাবস্থায় অনেকেই ভাবছেন নেইমারকে হয়তো আর রাখবে না সৌদি ক্লাব আল হিলাল। আগামী বছরের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের। তারপর নেইমার কি করবেন? আল হিলাল কি তার সঙ্গে চুক্তি নবায়ন করবে? এমন অনেক প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে ফুটবলাঙ্গনে।

গুঞ্জন রয়েছে, আল হিলালের সময় শেষ করে নেইমার ফিরবেন তার শৈশবের ক্লাব সান্তোসে। এদিকে সান্তোসের নগর প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের সভাপতি তো সাফ জানিয়েই দিয়েছেন, আনফিট নেইমারকে তারা চান না।  সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে চোটে জর্জরিত নেইমারকে নিয়ে অনেকটা তাচ্ছিল্যের সুরেই কথা ক্লাবটির সভাপতি লেইলা পেরেইরা। তবে নেইমারের প্রশংসাও করেছেন এই নারী সংগঠক।  

পালমেইরাস সভাপতি লেইলা পেরেইরা বলেছেন, ‘নেইমারকে পালমেইরাসে চাই না। এটা কোনো মেডিকেল বিভাগ নয়। আমি এমন একজনকে চাই, যিনি খুব দ্রুত আসতে পারে, এবং কোচের চাওয়া অনুযায়ী সে আগামীকালই খেলতে পারবে। আনফিট কোনো খেলোয়াড়কে ক্লাবে সই করা আমি মেনে নেবো না।’  

তবে নেইমারের আল হিলাল ছাড়ার বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার এজেন্ট পিনি জাহাভি। ‘নেইমারের আল হিলাল ছাড়ার ব্যাপারে কোনো আলোচনা চলছে না। তিনি চুক্তির অধীনে আছেন এবং এখানে খুব ভালো আছেন।’

নেইমারের এজেন্ট আরো বলেন, ‘নেইমারের বাবা এবং আমি, আমরাই একমাত্র মানুষ যারা নেইমারের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি। আমি জানি না, এসব গুজব কোথা থেকে আসছে।’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবটির হয়ে তিনি যা ম্যাচ খেলেন, তার চেয়ে বেশি ম্যাচ মিস করেছেন তিনি।

আল হিলালে নাম লিখিয়ে গত মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলে এসিএল চোটে ছিটকে যান এক বছরের জন্য। সম্প্রতি সময়ে ফিরে দুই ম্যাচ খেলেই আবার চলে গেছেন মাঠের বাইরে। তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার। তবে তার এজেন্ট স্রেফ গুজব বলেই তা উড়িয়ে দিয়েছেন।

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!