AB Bank
ঢাকা সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্যালারি থেকে মেসির দিকে উড়ে এল বোতল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪৪ পিএম, ১৮ নভেম্বর, ২০২৪
গ্যালারি থেকে মেসির দিকে উড়ে এল বোতল

খেলা শুরুর আগে থেকেই ম্যাচের উত্তাপ বাড়ছিল। প্যারাগুয়ে ফুটবল সংস্থা জানিয়ে দিয়েছিল, তাদের দেশের কোনও সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে মাঠে ঢুকতে পারবেন না। খেলা শেষেও উত্তাপ থামেনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনাকে হারিয়েছে প্যারাগুয়ে। সেই ম্যাচে গ্যালারি থেকে মেসির দিকে বোতল ছোড়া হয়েছে। এই ঘটনার পরে ক্ষমা চেয়েছেন প্যারাগুয়ের ফুটবলার। 

খেলা শেষে মেসি যখন মাঠ ছাড়ছিলেন তখন গ্যালারি থেকে বেশ কয়েকটি বোতল মেসির কাছে গিয়ে পড়ে। পরিস্থিতি দেখে মেসিকে ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। বিষয়টি ভাল ভাবে নেননি প্যারাগুয়ের ফুটবলার ওমার আলদেরেত। খেলা শেষে ক্ষমা চেয়েছেন তিনি।

সমাজমাধ্যমে ওমার লেখেন, “প্রিয় মেসি, দেশের সকলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার দিকে বোতল ছোড়া হয়েছে। এটা ঠিক হয়নি। তুমি বিশ্বের কোটি কোটি মানুযের আদর্শ।” প্যারাগুয়েতেও যে মেসিকে অনেকে ভালবাসে সে কথা মনে করিয়ে দিয়েছেন ওমার। তিনি লেখেন, “এই ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। মনে রেখো, আমাদের দেশেও তোমার ভক্তের সংখ্যা কম নয়।”

প্যারাগুয়ের বিরুদ্ধে শুরুতে লাউতারো মার্তিনেসের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু পরে আন্তোনিয়ো সানাবরিয়া ও ওমার দু’টি গোল করে দলকে জিতিয়ে দেন। গোটা ম্যাচে মেসিকে সে ভাবে দেখাই যায়নি। প্যারাগুয়ের রক্ষণে আটকে যান তিনি। এই ম্যাচের পরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন পর্বে সকলের উপরে রয়েছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে প্যারাগুয়ে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!